ঋগ্বেদ ০৭।০৭১

ঋগ্বেদ ০৭।০৭১
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল সূক্ত ০৭১

অশ্বিদ্বয় দেবতা। বসিষ্ঠ ঋষি।

১। ভগিনী ঊষার নিকট হইতে রাত্রি অপগত হয়, কৃষ্ণবর্ণ রাত্ৰি সূৰ্য্যাশ্ব অরুষের (১) জন্য পথ প্রদান করেন। অতএব হে অশ্বধন! হে গোধন অশ্বিদ্বয়! তোমাদিগকে আহ্বান করি, তোমরা দিবারাত্ৰি হিংস্রকদিগকে আমাদের নিকট হইতে পৃথক কর।

২। হে অশ্বিদ্বয়! হব্যদায়ীর জন্য রথদ্বারা রমণীয় পদাৰ্থ বহন করতঃ তোমরা আগমন কর। অন্নদারিদ্র্য ও রোগ আমাদের নিকট হইতে পৃথক কর। হে মধুবিশিষ্টদ্বয়! তোমরা আমাদিগকে দিবারাত্রি রক্ষা কর।

৩। এই আসন্ন প্ৰাতঃকালে তোমাদের রথে সুখে যোজিত অভীষ্টবৰ্ষী অশ্বগণ তোমাদিগকে আনয়ন করুক। হে অশ্বিদ্বয়! সুখকর রশ্মিবিশিষ্ট ধনযুক্ত রথকে তোমরা উদকপ্রদ অশ্বদ্বারা বাহিত কর।

৪। হে নৃপতিদ্বয়! তোমাদিগের যে রথ বহনসমর্থ, বন্ধুরত্রয়যুক্ত, ধনবান, দিবসের প্রতিগামী এবং যে রথ ব্যাপ্তরূপ হইয়া গমন করে, তোমরা সেই রথে আমাদের নিকট আগমন কর।

৫। তোমরা চ্যবনকে জ্বরা হইতে বিমুক্ত করিয়াছিলে, পেদুর জন্য শীঘ্রগামী অশ্ব যুদ্ধে প্রেরণ করিয়াছিলে, অত্ৰিকে পাপ ও অন্ধকার হইতে পার করিয়াছিলে, যাহুসকে ভ্রষ্টরাজ্যে পুনঃস্থাপিত করিয়াছিলে।

৬। হে অশ্বিদ্বয়! তোমাদের জন্য এই স্তুতি ও এই বাক্য হইল। হে অভীষ্টবর্ষিদ্বয়! এই শোভন স্তুতি সেবা করি, এই কৰ্ম্ম সকল তোমাদিগকে কামনা করতঃ সঙ্গত হউক। তোমরা সৰ্ব্বদা আমাদিগকে স্বস্তিদ্বারা পালন কর।

——–

(১) “অরুষ” সম্বন্ধে ১।৬।১ ঋকের টীকা দেখ।