ঋগ্বেদ ০৭।০৭০

ঋগ্বেদ ০৭।০৭০
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল সূক্ত ০৭০

অশ্বিদ্বয় দেবতা। বসিষ্ঠ ঋষি।

১। হে সকলের বরণীয় অশ্বিদ্বয়! আমাদিগের যজ্ঞ বেদিতে আগমন কর, পৃথিবীতে তোমাদের ঐ স্থান বলিয়া থাকে। যে অশ্বে তোমরা উপবেশন কর, সেই সুখকর পৃষ্ঠবিশিষ্ট অশ্ব তোমাদেরই নিকট থাকুক।

২। অতিশয় অন্নবতী সেই সুস্তুতি তোমাদিগকে সেবা করে। ঘৰ্ম্ম মনুষ্যের গৃহে তপ্ত হইয়াছে। উহা তোমাদিগকে প্ৰাপ্ত হয়। সরিৎ ও সমুদ সকলকে পূর্ণ করে। অশ্ব যেরূপ রথে যোজিত হয়, সেইরূপ তোমাদিগকে যজ্ঞে যোজিত করে।

৩। হে অশ্বিদ্বয়! তোমরা দ্যুলোক হইতে আগমন করিয়া মহতী ওষধি ও প্রজাগণের মধ্যে যে স্থান কর, তোমরা পৰ্ব্বতের মস্তকে উপবেশন করতঃ অন্নদাতাকে সেই স্থান প্ৰাপিত কর।

৪। হে দেবদ্বয়! যেহেতু তোমরা ঋষিদিগের প্রদত্ত উপযুক্ত পদাৰ্থ ব্যাপ্ত করিয়া থাক, অতএব তোমরা ওষধি ও জল কামনা কর। আমাদিগকে বহুতর রত্ন দান করতঃ তোমরা পূৰ্ব্বমিথুন সকলকে আকর্ষণ করিয়াছিলে।

৫। হে অশ্বিদ্বয়! তোমরা শ্রবণ করিয়া ঋষিদিগের বহু কৰ্ম্ম অভিদর্শন করিয়া থাক। অতএব যজমানের যজ্ঞের প্রতি আগমন কর। আমাদের প্রতি তোমাদের অত্যন্ত অন্নমুক্ত অনুগ্রহ হউক।

৬। হে নাসত্যদ্বয়! যে যজমান হব্যযুক্ত, কৃতস্তোত্র ও মর্ত্যগণের সহিত মিলিত হয়, সেই বরণীয় বসিষ্ঠের নিকট আগমন কর। এই মন্ত্র সকল তোমাদের জন্য স্তুত্য হইতেছে।

৭। হে অশ্বিদ্বয়! তোমাদের জন্য এই স্তুতি ও এই বাক্য হইল। হে কামবর্ষিদ্বয়! এই শোভন স্তুতি সেবা কর, এই কৰ্ম্ম সকল তোমাদিগকে কামনা করতঃ সঙ্গত হউক। তোমরা সৰ্ব্বদা আমাদিগকে স্বস্তিদ্বারা পালন কর।