ঋগ্বেদ ০৭।০৫২

ঋগ্বেদ ০৭।০৫২
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল সূক্ত ০৫২

আদিত্য দেবতা। বসিষ্ঠ ঋষি।

১। আমরা আদিত্য, আমরা অদিতি হইব(১)। দেবগণের মধ্যে হে বসুগণ! মনুষ্যগণকে তোমরা পালন কর। হে মিত্র ও বরুণ! তোমাদিগকে সন্তজনা করতঃ ধন উপভোগ করিব। হে দ্যাবাপৃথিবী! আমরা যেন ভূতিবিশিষ্ট হই।

২। মিত্র ও বরুণ প্রমুখরক্ষক আদিত্যগণ আমাদের পুত্র ও পৌত্রকে সুখ প্রদান করুন। অন্যকৃত পাপ যেন আমাদের ভোগ করিতে না হয়, তোমরা যে কৰ্ম্ম করিলে নাশ কর, হে বসুগণ! আমরা যেন সে কৰ্ম্ম না করি।

৩। ত্বরাবান অঙ্গিরাগণ সবিতার নিকট যাচাঞা করতঃ তাঁহার যে রমণীয় ধন ব্যাপ্ত করিয়াছিলেন, যাগশীল মহান পিতা ও সমস্ত দেবগণ এক মনে সেই ধন আমাদিগকে প্রদান করুন।

———

(১) এখানেও বসিষ্ঠবংশীয়গণ সূর্য্যের সহিত সম্বন্ধ পাতাইতেছেন। ৭।৩৩।৯ ঋকের টীকা দেখ।