ঋগ্বেদ ০৭।০৪১

ঋগ্বেদ ০৭।০৪১
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল সূক্ত ০৪১

প্রথম ঋক ইন্দ্রাদি দেবতা; দ্বিতীয় অবধি পাঁচটির ভগ দেবতা; সপ্তমটির ঊষা দেবতা। ইহার নাম ভগসূক্ত। বসিষ্ঠ ঋষি।

১। আমরা প্রাতঃকালে অগ্নিকে আহ্বান করি, প্রাতঃকালে ইন্দ্রকে আহ্বান করি, প্রাতঃকালে মিত্র ও বরুণকে আহ্বান করি, প্রাতঃকালে অশ্বিদ্বয়কে স্তব করি, প্রাতঃকালে ভগকে, পূষাকে ও ব্রহ্মণস্পতিকে স্তব করি, প্রাতঃকালে সোম ও রুদ্রকে স্তব করি।

২। যিনি জগতের ধারক, জয়শীল উগ্র অদিতির পুত্র সেই ভগদেবতাকে প্ৰাতঃকালেই আহ্বান করিব। দরিদ্র স্তোতা এবং ধনশালী রাজা উভয়েই ভগদেবকে স্তুতি করতঃ “আমায় ভজনীয় ধন দাও” বলিয়া যাচঞা করে।

৩। হে ভগ! তুমি প্রকৃষ্ট নেতা। হে ভগ! তুমি সত্যধন। তুমি আমাদের অভিলষিত বস্তু প্রদান করতঃ আমাদের স্তুতি সফল কর। হে ভগ! তুমি আমাদিগকে গো ও অশ্বদ্বারা প্রবৃদ্ধ কর। হে ভগ! আমরা নেতাগণদ্বারা মনুষ্যবান হইব।

৪। আরও আমরা যেন ইদানীং ভগবান হইতে পারি; দিবসের প্রারম্ভে ও মধ্যেও যেন ভগবান হইতে পারি। আরও হে মঘবন! সুৰ্য্যের উদয়ে আমরা যেন ইন্দ্ৰাদির অনুগ্রহ লাভ করিতে পারি।

৫। হে দেবগণ! ভগই ভগবান হউন। আমরা ভগের অনুগ্রহেই ভগবান হইব। হে ভগ! সকলেই তোমায় বারংবার আহ্বান করেন। হে ভগ! তুমি এই যজ্ঞে আমাদিগের অগ্রগামী হও।

৬। শুদ্ধস্থানের উদ্দেশে দধিক্ৰাবার ন্যায় ঊষাদেবতা আমাদিগের যজ্ঞে আগমন করুন। বেগবান অশ্ব রথের ন্যায় ঊষাদেবতা ধনপ্রদ ভগদেবকে আমাদের অভিমুখে আনয়ন করুন।

৭। সৰ্ব্ব গুণে প্রবৃদ্ধ ভজনীয় ঊষাদেবতাগণ অশ্ববিশিষ্ট, গোবিশিষ্ট ও বীরবিশিষ্ট হইয়া জলসেক করতঃ সৰ্ব্বদা আমাদের নৈশ তমো নাশ করুন। তোমরা সৰ্ব্বদা আমাদিগকে স্বস্তিদ্বারা পালন কর।