ঋগ্বেদ ০৭।০৩৮

ঋগ্বেদ ০৭।০৩৮
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল  সূক্ত ০৩৮

সবিতা দেবতা। বসিষ্ঠ ঋষি।

১। সবিতাদেব যে হিরন্ময়ী প্রভা আশ্রয় করেন, সেই প্রভাকে উদগত করিতেছেন। সবিতাদেব মনুষ্যের হবনীয়। বহুধনবিশিষ্ট সবিতা স্তোতাগণকে রমণীয় ধন দান করেন।

২। হে দেব সবিতা! উদগত হও। হে হিরণ্যপাণি! বিস্তীর্ণ ও প্রথিত প্রভা প্রদান করতঃ এবং মনুষ্যগণের ভোগযোগ্য ধন নেতাগণের উদ্দেশে প্রেরণ করতঃ যজ্ঞ আরব্ধ হইলে, তুমি আমাদের স্তোত্র শ্রবণ কর।

৩। সবিতা দেবতা আমাদিগের দ্বারা স্তুত হউন। সকল দেবগণ যে সবিতাকে স্তব করিতেছে, সকলের পূজার্হ সেই সবিতা আমাদিগের স্তোম ও অন্ন ধারণ করুন। সর্বপ্রকার পালন কাৰ্য্যদ্বারা স্তোতাগণকে পালন করুন।

৪। দেবী অদিতি, সবিতাদেবের অনুজ্ঞানুসারে স্তব করেন, শোভমান বরুণাদি দেবগণ সবিতার স্তব করেন, মিত্ৰাদি এবং সমান প্ৰীতিযুক্ত অৰ্য্যমা তাঁহার স্তব করেন।

৫। দানদক্ষ ভজনশীল যজমান পরস্পর মিলিত হইয়া দ্যুলোক ও ভূলোকের মিত্রভূত সবিতার পরিচর্য্যা করেন। অহিবুধ্ন্য আমাদের স্তোত্র শ্রবণ করুন। বাগদেবীও আমাদের অভিমুখে ধেনুগণদ্বারা আমাদিগকে পালন করুন।

৬। প্রজাপালক সবিতা আমাদের প্রার্থনানুসারে তাহার সেই রমণীয় ধন প্ৰাপ্ত অনুমোদন করুন। ওজস্বী স্তোতা আমাদের রক্ষণার্থ ভগনামক দেবতাকে বারংবার আহ্বান করিতেছে। অসমর্থ স্তোতা রত্ন যাচঞা করিতেছেন।

৭। যজ্ঞকালে আমাদের স্তোত্র পরিমিত পথবিশিষ্ট ও সুন্দর অন্নযুক্ত, বাজীনামক দেবগণ আমাদের সুখপ্রদ হউন। এই দেবগণ অদাতা হন্তা ও রাক্ষসগণকে হিংসা করতঃ পুরাতন রোগ সকলকে আমাদিগের নিকট হইতে পৃথক করুন।

৮। হে বাজিগণ! তোমরা মেধাবী, মরণরহিত ও সত্যজ্ঞ হইয়া ধনের নিমিত্ত সকল দুগ্ধে আমাদিগকে পালন কর। এই সোম পান কর ও প্রমত্ত হও। পরে তৃপ্ত হইয়া দেবযান পথে গমন কর।