ঋগ্বেদ ০৭।০২৭

ঋগ্বেদ ০৭।০২৭
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল  সূক্ত ০২৭

ইন্দ্র দেবতা। বসিষ্ঠ ঋষি।

১। যখন যুদ্ধোদ্যোগ সম্বন্ধীয় কৰ্ম্ম সকল প্রযুক্ত হয়, তখন ইন্দ্রকে লোকে যুদ্ধে আহ্বান করে। তুমি ইন্দ্র, মনুষ্যদিগের ধনপ্রদ ও বলাভিলাষী হইয়া গোপূর্ণ গোষ্ঠে আমাদিগকে লইয়া যাও।

২। হে পুরুহূত ইন্দ্র! তোমার যে বল আছে তাহা স্তোতাদিগকে প্রদান কর। হে মেঘবন! যেহেতু দৃঢ় পুরসমূহ ভেদ করিয়াছ অতএব প্রজ্ঞা প্রকাশ করতঃ লুকায়িত ধন প্রকাশ করিয়া দেও।

৩। ইন্দ্র জঙ্গম জগতের ও মনুষ্যগণের রাজা। পৃথিবীতে নানা প্রকারের যে ধন আছে তাহারও রাজা। তিনি হব্যদায়ীকে ধন প্রদান করেন। সেই ইন্দ্র আমাদিগের দ্বারা স্তুত হইয়া আমাদের অভিমুখে ধন প্রেরণ করুন।

৪। ধনবান দানশীল ইন্দ্রকে আমরা মরুৎগণের সহিত আহ্বান করায়, আমাদের রক্ষার্থে তিনি শীঘ্রই অন্ন প্রেরণ করুন। এই ইন্দ্রই সখাগণকে যে সম্পূর্ণ ও সর্বতোব্যাপি দান করেন, তাহা মনুষ্যগণের উদ্দেশে মনোহর ধন দোহন করে।

৫। হে ইন্দ্র! তুমি ধন প্রাপ্তির নিমিত্ত শীঘ্র আমাদিগকে ধন দান কর। আমরা পূজনীয় স্তুতির উদ্দেশে তোমার মন আবৰ্ত্তিত করিব। তোমরা গো অশ্ব ও রথবিশিষ্ট ও ধনবান, তোমরা সৰ্ব্বদা আমাদিগকে স্বস্তিদ্বারা পালন কর।