ঋগ্বেদ ০৭।০২৫

ঋগ্বেদ ০৭।০২৫
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল  সূক্ত ০২৫

ইন্দ্র দেবতা। বসিষ্ঠ ঋষি।

১। হে উগ্র ইন্দ্র! তুমি মহান ও মনুষ্যের হিতকর। যখন তোমার সেনাগণ সকলই সমান, এই অভিমান করত যুদ্ধ করে, তখন তোমার হস্তস্থিত বজ্র আমাদের রক্ষার্থ পতিত হউক, তোমার সর্বত্রগামী মন যেন বিচলিত না হয়।

২। হে ইন্দ্র! যুদ্ধে যে মর্ত্ত্যগণ আমাদের অভিমুখ হইয়া আমাদিগকে অভিভব করে, সেই শত্ৰুগণকে বিনাশ কর। যাহারা আমাদের নিন্দা করিতে ইচ্ছা করে, তাহাদের কথা দূর করিয়া দেও। আমাদের জন্য ধন সমূহ আহরণ কর।

৩। হে উষ্ণীষবান ইন্দ্র! আমি সুদাস, তোমার শতসংখ্যক রক্ষা আমার হউক, তোমার সহস্র অভিলাষ ও ধন আমার হউক, হিংসকের হিংসা সাধন আয়ুধ বিনাশ কর। আমাদের উদ্দেশে দীপ্ত অন্ন ও রত্ন দান কর।

৪। হে ইন্দ্র! আমি তোমার সদৃশ লোকের কৰ্ম্মে নিযুক্ত, তোমার সদৃশ রক্ষক ব্যক্তির দানে নিযুক্ত। হে বলবান ওজস্বিন ইন্দ্র! সমস্ত দিনই আমাদের স্থান কর। হে হরিবান! আমাদের হিংসা করিও না।

৫। আমরা হর্য্যশ্ব ইন্দ্রের জন্য সুখকর স্তোত্র করিয়া ইন্দ্রের নিকট দেবপ্রেরিত বল যাচঞা করতঃ দুর্গ সকল উত্তীর্ণ হইয়া বলা লাভ করিব। হে শূর! তুমি সৰ্ব্বদা আমাদিগকে শত্রুবধে সমর্থ কর।

৬। হে ইন্দ্র! তুমি এইরূপে আমাদিগকে বরণীয় ধনে পূর্ণ কর। আমরা তোমার মহান অনুগ্রহ লাভ করিব। আমরা হবিষ্মান, আমাদিগকে বীরপুত্রবিশিষ্ট অন্নদান কর। তোমরা আমাদিগকে সৰ্ব্বদা স্বস্তিদ্বারা পালন কর।