ঋগ্বেদ ০৭।০২৪

ঋগ্বেদ ০৭।০২৪
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল  সূক্ত ০২৪

ইন্দ্র দেবতা। বসিষ্ঠ ঋষি।

১। হে ইন্দ্র! তোমার সদনের জন্য স্থান করা হইয়াছে। হে পুরুহূত! মরুৎগণের সহিত তথায় আগমন কর। তুমি যেরূপ আমাদের রক্ষিতা হইয়াছ, যেরূপ আমাদের বৃদ্ধির জন্য হইয়াছ,সেইরূপ ধন দান কর। আমাদের সোম দ্বারা মত্ত হও।

২। হে ইন্দ্র! তুমি দুই স্থানে পূজ্য। আমরা তোমার মন গ্রহণ করিয়াছি। সোম অভিষব করিয়াছি, মধু পরিষেক করিয়াছি, মধ্যম স্বরে উচ্চার্য্যমাণ সুসমাপ্ত এই স্তুতি বারংবার ইন্দ্রকে আহ্বান করিয়া উচ্চারিত হইতেছে।

৩। হে ইন্দ্র! তুমি আমাদের এই যজ্ঞে সোম পানের জন্য স্বৰ্গ হইতে ও অন্তরিক্ষ হইতে আগমন কর। আরও অশ্বগণ আনন্দের নিমিত্ত আমার অভিমুখে ইন্দ্রকে স্তোত্ৰাভিমুখে বহন করুক।

৪। হে হর্য্যশ্ব, শোভন হনুবিশিষ্ট ইন্দ্র! তুমি সর্বপ্রকার রক্ষার সহিত মিলিত হইয়া বৃদ্ধ মরুৎগণের সহিত শত্রুদিগকে হিংসা করতঃ আমাদিগকে অভীষ্টবর্ষী বলবান পুত্র প্রদান করতঃ স্তোত্র সেবা করিতে করিতে আমাদের নিকট আগমন কর।

৫। রথের অশ্বের ন্যায় এই বলকারক স্তোম মহান, ওজস্বী, বিশ্ববাহক ইন্দ্রের উদ্দেশে স্থাপিত হইয়াছে। হে ইন্দ্র! স্তোতা তোমার নিকট ধন যাচঞা করে, তুমি আমাদিগকে আকাশেরস্বর্গের ন্যায় শ্রীমান পুত্র প্রদান কর।

৬। হে ইন্দ্র! তুমি এইরূপে আমাদিগকে বরণীয় ধনে পূর্ণ কর। আমরা তোমার মহান অনুগ্রহ লাভ করিব। আমরা হবিষ্মান, আমাদিগকে বীরপুত্রবিশিষ্ট অন্ন দান কর। তোমরা আমাদিগকে সর্বদা স্বস্তিদ্বারা পালন কর।