ঋগ্বেদ ০৭।০১৫

ঋগ্বেদ ০৭।০১৫
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল  সূক্ত ০১৫

অগ্নি দেবতা। বসিষ্ঠ ঋষি।

১। যিনি আমাদের আসন্নতম বন্ধু, সেই উপসদনীয়, অভীষ্টবর্ষী অগ্নির জন্য তাঁহার মুখে হব্য প্ৰদান কর।

২। কবি, গৃহপতি, যুবা অগ্নি পঞ্চশ্রেণী মনুষ্যের অভিমুখে গৃহে নিষণ্ণ হন।

৩। সেই অগ্নি আমাদের অমাত্য, ধন সমস্ত বিপদ হইতে ও রক্ষা করুন, এবং আমাদিগকে পাপ হইতে রক্ষা করুন ।

৪ । আমি দ্যুলোকের শ্যেনসদৃশ ক্ষিপ্ৰগামী অগ্নির উদ্দেশে নূতন স্তোম উৎপাদন করতেছি। তিনি আমাদিগকে বহুধন দান করুন।

৫। যজ্ঞের অগ্রভাগে দীপ্যমান অগ্নির দীপ্তিসমূহ পুত্রবান ব্যক্তির ধনের ন্যায় চক্ষুর স্পৃহণীয়।

৬। যাজ্ঞিকশ্রেষ্ঠ হব্যবাহক, সেই অগ্নি এই বষটকৃতি কামনা করুন, আমাদিগের স্তুতিসেবা করুন ।

৭। হে উপগন্তব্য, লোকগণের পতি, আহুত অগ্নিদেব! তুমি দ্যুতিমান এবং সুবীর। আমরা তোমাকে স্থাপন করিয়াছি।

৮। তুমি রাত্ৰিদিন প্ৰদীপ্ত হও, আমরা তোমার দ্বারা সুন্দর অগ্নিবিশিষ্ট হইব, তুমি আমাদিগকে কামনা করতঃ সুন্দর স্তোত্ৰবিশিষ্ট হও ।

৯। মেধাবী নেতাগণ, ধনকৰ্ম্মদ্বারা ধন লাভের জন্য তোমার নিকট গমন করে। সহস্ৰসংখ্যক, ক্ষয়রহিত স্তুতি তোমার নিকট গমন করে ।

১০। শুভ্ৰ, শিখাবিশিষ্ট, মরণরহিত, শুচি, পাবক, স্তুতিযোগ্য অগ্নি রাক্ষসগণকে বাধা দান করুন ।

১১। হে বলের পুত্ৰ! তুমি ঈশ্বর হইয়া আমাদিগকে ধন দান কর, ভগও বরণীয় ধন দান করুন ।

১২। হে অগ্নি! তুমি পুত্রপৌত্রাদিযুক্ত অন্ন দান কর, সবিতাদেবও বরণীয় ধন দান করুন, ভগও দান করুন, দিতিও দান করুন।

১৩ । হে অগ্নি! তুমি আমাদিগকে পাপ হইতে রক্ষা কর। হে জরারহিত দেব! তুমি হিংসাকারিগণকে অত্যন্ত তাপক তেজোদ্বারা দগ্ধ কর।

১৪। তুমি অপ্ৰতিধর্ষনীয়, এক্ষণে তুমি আমাদিগের নরগণের রক্ষার্থে মহতী অয়োনির্মিতা শতগুণা পূরী হও (১)।

১৫। হে অহিংসনীয় রাত্রির আচ্ছাদক! তুমি আমাদিগকে পাপ হইতে এবং পাপেচ্ছু ব্যক্তি হইতে দিবারাত্রি রক্ষা কর।

————-

(১) এখানেও অয়োনির্মিত নগরের উল্লেখ আছে।