ঋগ্বেদ ০৭।০১৩

ঋগ্বেদ ০৭।০১৩
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল  সূক্ত ০১৩

বৈশ্বানর অগ্নি দেবতা। বসিষ্ঠ ঋষি।

১। সকলের উদ্দীপক, কৰ্ম্মের ধারক, অসুর বিনাশক, অগ্নির উদ্দেশে স্তোত্র ও কৰ্ম্ম কর। আমি প্রীত হইয়া অভিমত দাতা বৈশ্বানরের উদ্দেশে যজ্ঞে হব্যের সহিত স্তুতি উচ্চারণ করি।

২। হে অগ্নি! তুমি দীপ্তিদ্বারা দীপ্তিবিশিষ্ট ও জাত হইয়াই দ্যাবাপৃথিবী পূৰ্ণ করিয়াছ। হে জাতবেদা বৈশ্বানর! তুমি মহত্বদ্বারা দেবগণকে শক্ৰ হইতে মুক্ত করিয়াছ।

৩। হে অগ্নি! তুমি সূর্য্যরূপে জাত, স্বামী ও সর্বত্র গমনশীল, গোপালক যেরূপ পশুসমূহকে সন্দর্শন করে, সেইরূপ তুমি যখন ভূতসমূহ সন্দর্শন কর, তখন স্তোত্ররূপ ফল লাভ কর। তোমরা সর্বদা আমাদিগকে স্বস্তিদ্বারা পালন কর।