ঋগ্বেদ ০৭।০০৫

ঋগ্বেদ ০৭।০০৫
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল  সূক্ত ০০৫

বৈশ্বানর অগ্নি দেবতা। বসিষ্ঠ ঋষি।

১। যে বৈশ্বানর যজ্ঞে জাগরিত সমস্ত দেবগণের সহিত বৃদ্ধি প্ৰাপ্ত হন, সেই প্ৰবৃদ্ধ এবং অন্তরক্ষ ও পৃথিবীতে গমনশীল অগ্নির উদ্দেশে স্তুতি উচ্চারণ কর ।

২। নদীগণের নেতা যে জলবর্ষী অর্চিত অগ্নি অন্তরিক্ষ ও পৃথিরয়া নিসৃত হইয়াছেন, সেই বৈশ্বানর শ্রেষ্ঠ হব্যদ্বারা বর্ধিত হইয়া মনুষ্য দংষ্ট্রাদ্বারা অভিমুখে শোভা পান।

৩। হে বৈশ্বানর! যখন তুমি পুরুষ সমীপে দীপ্যমান হইয়া তাহার শত্রুর পুরী বিদীর্ণ করতঃ প্ৰজ্বলিত হইয়াছিলে, তখন তোমার ভয়ে অসিক্লী প্ৰজাগণ পরম্পর অসমেত হইয়া ভোজন ত্যাগকরতঃ আগমন করিয়াছিল।

৪। হে বৈশ্বানর অগ্নি! অন্তরিক্ষ, পৃথিবী ও দ্যুলোক তোমার ব্ৰত সেবা করে। তুমি অজস্র প্রকাশদ্বারা দীপ্যমান হইয়া স্বদীপ্তিতে দ্যাবাপৃথিবী বিস্তারিত কর।

৫। হে বৈশ্বানর অগ্নি! তুমি প্ৰজাগণের পতি, ধনসমূহের নেতা এবং ঊষা ও দিবসের মহান কেতু স্বরূপ। অশ্বগণ কাময়মান হইয়া তোমাকে সেবা করে, পাপনাশক ও ঘৃতযুক্ত বাক্য তোমাকে সেবা করে।

৬। হে মিত্ৰগণের পূজয়িতা অগ্নি! বসুগণ তোমাতে বল স্থাপিত করিয়াছেন, তোমার কৰ্ম্ম সেবা করিয়াছেন। তুমি আৰ্য্যের জন্য অধিক তেজঃ উৎপন্ন করতঃ দস্যুগণকে স্থান হইতে নিৰ্গত করিয়াছ (১)।

৭। তুমি পরম ব্যোম প্রদেশে প্ৰাদুর্ভূত হইয়া বায়ুর ন্যায় সদ্য সোম পান কর। হে জাতবেদা! তুমি জলসমূহ উৎপন্ন করতঃ অপত্যের ন্যায় পালনীয় ব্যক্তির অভিলাষ প্ৰদান করিয়া গর্জন করিয়া থাক ।

৮। হে সকলের বরণীয় অগ্নি! যদ্বারা ধন রক্ষা কর এবং হব্যদাতা মনুষ্যের বিস্তীর্ণ যশঃ রক্ষা কর; হে জাতবেদা বৈশ্বানর অগ্নি! তুমি আমাদিগকে সেই দীপ্তিমান অন্ন প্ৰদান কর।

৯। হে অগ্নি! আমরা যজ্ঞকারী, আমাদিগকে বহু অন্ন, ধন এবং শ্রুতিযোগ্য বল প্ৰদান কর। হে বৈশ্বানর অগ্নি! তুমি রুদ্রগণ ও বসুগণের সহিত আমাদিগকে মহৎ ধন দান কর।

————–

(১) তোমার সহায়তায় আৰ্য্যগণ অনাৰ্য বর্বরদিগকে তাহানের প্রাচীন প্রদেশসমূহ সারন “আয়সীবিঃ” করিয়া সেই সেই প্রদেশ অধিকার করিয়াছে।