ঋগ্বেদ ০৭।০০২

ঋগ্বেদ ০৭।০০২
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল  সূক্ত ০০২
আপ্রী দেবতা। বসিষ্ঠ ঋষি

১। হে অগ্নি! অদ্য আমাদের সমিধ সেবা কর; যজনীয় ধূম প্রেরণ করতঃ অত্যন্ত দীপ্ত হও; তপ্ত রশ্মি দ্বারা অন্তরিক্ষের সানুপ্রদেশ স্পর্শ কর এবং সূর্য্যের রশ্মিসমূহের সহিত সঙ্গত হও।

২। সুত্রুতু, দীপ্তিমান এবং কর্মসমূহের ধারয়িতা, হে দেবগণ উভয়(১) হব্য ভক্ষণ করেন, আমরা তাঁহাদের মধ্যে স্তোত্রদ্বারা যজনীয় নরাশংসের মহিমার স্তুতি করি।

৩। তোমরা স্তুতিযোগ্য, অসুর(২), সুদক্ষ, দ্যাবাপৃথিবী মধ্যে দূত, সত্যবাক, মনুষ্যগণের ন্যায় মনুকর্ত্তৃক সমিদ্ধ অগ্নিকে সর্বদা পূজা কর।

৪। পরিচর্য্যাভিলাষীগণ জানু পাতিয়া পাত্র পূর্ণ করতঃ হব্যের সহিত অগ্নিকে বর্হিঃ দান করিতেছেন। হে অধ্বর্য্যুগণ! ঘৃতপৃষ্ট, স্থূলবিন্দুযুক্ত বর্হিঃ হোম করতঃ প্রদান কর।

৫। সুকর্ম্মা, দেবাভিলাষী এবং রথাভিলাষীগণ যজ্ঞে দ্বার আশ্রয় করিয়াছেন। মাতৃদ্বয় যেরূপ শিশুকে লেহন করে সেইরূপ লেহনকারী ও পূর্ব্বাভিমুখী জুহু ও উপভৃতিকে অধ্বর্যুগণ নদীর ন্যায় যজ্ঞে সিক্ত করিতেছেন।

৬। যুবতী, দিব্যা, মহতী, কুশোপরি আসীনা, বহুস্তুতা, ধনবতী, যজ্ঞার্হা, অহোরাত্রি কামদুঘা ধেনুর ন্যায় কল্যাণের জন্য আমাদিগকে আশ্রয় করুন।

৭। হে বিপ্র, জাতবেদা, মনুষ্যগণের যজ্ঞে কর্মকর্তা দেবীদ্বয়! আমি তোমাদিগকে যাগ করিবার জন্য স্তুতি করি। স্তব করা হইলে পর আমাদের যজ্ঞ দেবাভিমুখী কর; তোমরা দেবগণের মধ্যে বিদ্যমান বরণীয় ধন বিভাগ করিয়া দাও।

৮। ভারতীগণের সহিত সঙ্গতাভারতী আগমন করুন, দেবতা ও মনুষ্যগণের সহিত ইলা আগমন করুন, অগ্নিও আগমন করুন। সারস্বতগণের সহিত সরস্বতীও আগমন করুন। দেবীত্রয় আগমন করিয়া সন্মুখে এই কুশে উপবেশন করুন(৩)।

৯। হে দেবত্বষ্টা! যদ্দুরা বীর, কর্মকুশল, বলশালী ও সোমাভিষবের জন্য প্রস্তরহস্ত দেবাভিলাষী পুত্র উৎপন্ন হইতে পারে, তুমি সন্তুষ্ট হইয়া আমাদিগকে তদৃশ ত্রাণকুশল ও পুষ্টিকারী বীর্য প্রদান কর।

১০। হে বনস্পতি! তুমি দেবতাগণকে সমীপে আনয়ন কর। পশুর সংস্কারক অগ্নি বনস্পতি দেবতাগণের উদ্দেশ্যে হব্য প্রেরণ করুন। সেই যজ্ঞরূপ দেবতাগণের আহ্বানকারী অগ্নি যজ্ঞ করুন, কারণ তিনিই দেবতাগণের জন্ম জানেন।

১১। হে অগ্নি! তুমি দীপ্তিযুক্ত হইয়া ইন্দ্র ত্বরাণ্বিত দেবগণের সহিত এক রথে আমাদের অভিমুখে আগমন কর। সুপুত্রবিশিষ্টা অদিতি আমাদের কুশে উপবেশন করুন। নিত্য দেবগণ স্বাহাযুক্ত হইয়া তৃপ্তিলাভ করুন।

———-

(১) অর্থাৎ সোম ও হবিঃ সংস্থাদি। সায়ণ।

(২) সপ্তম মন্ডলে “অসুর” শব্দের আটবার বযবহার হইয়াছে, যথা—

২ সূক্তে ৩ ঋকে অসুর শব্দ     অগ্নি     সম্বন্ধে

৬   ,,   ১   ,,    ,,    ,,       বৈশ্বানর   ,,

১৩  ,,  ১    ,,  অসুরঘ্ন ,,      অগ্নি           ,,

৩০  ,,  ৩    ,,  অসুর   ,,     অগ্নি           ,,

৩৬  ,,  ২    ,,    ,,    ,,      মিত্র ও বরুণ  ,,

৫৬  ,,  ২৪   ,,    ,,    ,,     বীর             ,,

৬৫  ,,   ২    ,,    ,,    ,,      মিত্র ও বরুণ  ,,

৯৯  ,,   ৫    ,,    ,,    ,,      বর্চী            ,,

(৩) এই ৮,৯,১০ ও ১১ ঋক ৩ মন্ডলের ৪ সূক্তের ঐ ঋকের অনুরূপ, উক্ত সূক্তে ৮ ঋকের ভারতী সম্বন্ধীয় টীকা দেখ।