ঋগ্বেদ ০৬।৭৪

ঋগ্বেদ ০৬।৭৪
ঋগ্বেদ সংহিতা ।। ৬ষ্ঠ মণ্ডল সূক্ত ৭৪
সোম ও রুদ্র দেবতা। ভরদ্বাজ ঋষি।

১। হে সোম ও রুদ্র! তোমরা অসুৰ্য্য বল দান কর। যজ্ঞ সকল প্ৰতিগৃহে তোমাদিগকে পৰ্যাপ্তরূপে ব্যাপ্ত করুক। তোমরা সপ্ত রত্ন ধারণ করিয়া থাক, তোমরা আমাদিগের সুখকর হও, দ্বিপদের এবং চতুস্পদের সুখকর হও।

২। হে সোম ও রুদ্র! যে রোগ আমাদিগের গৃহে প্ৰবেশ করিয়াছে, সেই সংক্রামক রোগ বিযোজিত কর এবং নিঋৃতি যাহাতে পরাঙ্মুখ হয়, সেইরূপে বাধা দান কর। আমাদিগের কল্যাণজনক অন্ন হউক।

৩। হে সোম ও রুদ্র! তোমরা আমাদিগের শরীরের জন্য এই সকল ভেষজ ধারণ কর। আমাদের কৃত যে পাপ আমাদিগের শরীরে বদ্ধ আছে, তাহা শিথিল কর এবং আমাদিগের হইতে মুক্ত কর।

৪। হে সোম ও রুদ্র! তোমাদের দীপ্ত ধনুঃ আছে এবং তীক্ষ্ণ শর আছে। তোমরা সুন্দর সুখ প্ৰদান করিয়া থাক। তোমরা শোভন স্তোত্র অভিলাষ করতঃ আমাদিগকে ইহলোকে অত্যন্ত সুখী কর। তোমরা আমাদিগকে বরুণের পাশ হইতে প্ৰমুক্ত কর এবং আমাদিগকে রক্ষা কর।