ঋগ্বেদ ০৬।৭৩

ঋগ্বেদ ০৬।৭৩
ঋগ্বেদ সংহিতা ।। ৬ষ্ঠ মণ্ডল সূক্ত ৭৩
বৃহস্পতি দেবতা। ভরদ্বাজ ঋষি।

১। যে বৃহস্পতি অদ্রি ভেদ করেন, যিনি প্রথমে জাত হইয়াছেন, যিনি সত্যবান, অঙ্গিরা ও যজ্ঞভাগী, যিনি লোকদ্বয়ে সুন্দররূপে গমন করেন, যিনি দীপ্তস্থানে বর্তমান এবং যিনি আমাদিগের পিতা, সেই বৃহস্পতি বর্ষক হইয়া দ্যাবাপৃথিবীতে গর্জ্জন করেন।

২। যে বৃহস্পতি যজ্ঞে স্তুতিকারী লোককে স্থান প্ৰদান করেন, তিনি বৃত্ৰগণকে বধ করেন, যুদ্ধে শত্ৰুগণকে জয় করেন, অমিত্ৰসমূহকে অভিভূত করেন এবং পুরী সকল বিশেষরূপে বিদীর্ণ করেন।

৩। এই বৃহস্পতিদেব, ধন এবং গো সহিত গোব্রজসমূহ জয় করিয়াছেন। বৃহস্পতি অপ্রতীত হইয়া যজ্ঞকৰ্ম্ম ভোগ করিতে ইচ্ছা করতঃ স্বর্গের অমিত্ৰকে অর্চ্চনা সাধন মন্ত্রের দ্বারা বধ করেন।