ঋগ্বেদ ০৬।২৫

ঋগ্বেদ ০৬।২৫
ঋগ্বেদ সংহিতা । ৬ষ্ঠ মণ্ডল । সূক্ত ২৫
ইন্দ্র দেবতা । ভরদ্বাজ ঋষি ।

১। হে বলসম্পন্ন ইন্দ্ৰ! তুমি সংগ্রামে আমাদিগকে অধম, উত্তম ও মধ্যম, সৰ্ব্বপ্রকার রক্ষাদ্বারা সম্যকরূপে পালন কর। হে ভীষণ ইন্দ্ৰ! তুমি বলশালী, তুমি অন্নসকলদ্বারা আমাদিগকে যোজিত কর।

২। হে ইন্দ্র! আমরা শক্রকে আক্রমণ করিতে উদ্যত হইলে, তুমি আমাদিগের এই সমস্ত স্তুতিদ্বারা আমাদিগের সৈন্য সকলকে রক্ষা করিয়া সংগ্রামে শক্রকোপ বিধ্বস্ত কর। এই সমস্ত স্তুতিদ্বারা তুমি আর্য্যের জন্য সৰ্ব্বত্র বিদ্যমান দাসদিগকে বিনষ্ট কর(১)!

৩। হে ইন্দ্র! কি আত্মীয়, কি অপরিচিত, যাহারা আমাদিগের সম্মুখীন হইয়া প্রতিকূলতাচরণ করিতে উদযোগী হয়, তুমি তাহাদিগের বল নষ্ট কর। ইহাদিগের বীর্য্য ক্ষয় কর এবং ইহাদিগকে পরাম্মুখ কর।

৪। হে ইন্দ্র! যৎকালে উভয়ে বিরোধীগণ বলীয়ান হইয়া সংগ্রামে প্রবৃত্ত ক্ষয়, অথবা যৎকালে পুত্র, পৌত্র, ধেনু, জল বা উর্বরা ভূমির নিমিত্ত পরস্পর আক্রোশ করিয়া বিবাদ করে তখন তোমার অনুগৃহীত বীর শক্রপক্ষীয় বীরকে শারীরিক বলদ্বারা সংহার করে।

৫। হে ইন্দ্ৰ! কি বীর, কি শক্রনিহন্ত, কি বিজয়ী, কি যুদ্ধে প্রকুপিত যোদ্ধা, কেহই তোমার সহিত যুদ্ধ করিতে সমর্থ নহে। হে ইন্দ্র! ইহাদিগের মধ্যে কেহই তোমার প্রতিদ্বন্দ্বী নহে। তুমি এই সমুদয় ব্যক্তি অপেক্ষা শ্রেষ্ঠ।

৬। প্রবল শক্রর উচ্ছেদ সাধনাথই বিবাদ উপস্থিত হউক, অথবা পরিচার কসম্পন্ন গৃহের নিমিত্তই বা বিতও হউক, দুইজন বিবাদকারীর মধ্যে যাহার ঋত্বিগৃগণ যজ্ঞে ইন্দ্রের স্তব কবে সেই ব্যক্তিরই ধনলাভ হয়।

৭। হে ইন্দ্ৰ! যৎকালে ত্বদীয় উপাসকগণ ভয়ে কম্পিত হয়, ভূমি তাহাদিগকে রক্ষা করিও। তুমি তাহাদিগের পালক হও। যাহার। আমাদিগের ____ এবং যে সকল স্তোতৃবর্গ আমাদিগকে অগ্রে সংস্থাপন করিয়াছেন, তুমি তাহাদিগকে পরিত্রাণ কর।

৮। হে ইন্দ্ৰ! ভূমি বলসম্পন্ন, শক্ৰ বধের নিমিত্ত তোমাতে সমস্ত শক্তি অর্পিত হইয়াছে। হে পূজনীয় ইন্দ্র! দেবগণ তোমাকে যথোচিত বল ও সংগ্রামযোগ্য শক্তি প্রদান করিয়াছেন।

৯। হে ইন্দ্ৰ! তুমি এইরূপে বুদ্ধে আমাদিগের শক্রগণকে সংহার করিবার নিমিত্ত আমাদিগকে প্রোৎসাহিত কর। তুমি আমাদিগের জন্য হিংসাকারী সৈন্যদিগকে বশীভূত কর। আমরা তোমার স্তবকারী, আমরা অর্থাৎ ভরদ্বাজ গণ যেন নিশ্চিতরূপে অন্নসহকারে বাসস্থান লাভ করি।

————
১) আর্য্য ও দাসের উল্লেখ।