ঋগ্বেদ ১০।১৯০

ঋগ্বেদ ১০।১৯০
ঋগ্বেদ সংহিতা ।। ১০ম মণ্ডল সূক্ত ১৯০
সৃষ্টি দেবতা। অঘমর্ষণ ঋষি।

১। প্রজ্বলিত তপস্যা হইতে ঋত, অর্থাৎ যজ্ঞ এবং সত্য জন্ম গ্রহণ করিল। পরে রাত্রি জন্মিল, পরে জলপূর্ণ সমুদ্র। ।

২। জলপূর্ণ সমুদ্র হইতে সংবৎসর জন্মিলেন। তিনি দিন রাত্রি সৃষ্টি করিতেছেন, তাবৎ লোকে দেখিতেছে।

৩। সৃষ্টিকর্তা যথাসময়ে সূর্য ও চন্দ্রকে সৃষ্টি করিলেন এবং স্বর্গ ও পৃথিবী ও আকাশ সৃষ্টি করিলেন(১)।

————

(১) সূক্তটি অপেক্ষাকৃত আধুনিক।