ঋগ্বেদ ১০।১৮৯

ঋগ্বেদ ১০।১৮৯
ঋগ্বেদ সংহিতা ।। ১০ম মণ্ডল সূক্ত ১৮৯

সূর্য্য দেবতা। সার্প রাজ্ঞী ঋষি।

১। এই যে উজ্জ্বল বর্ণধারী বৃষ, অর্থাৎ সূৰ্য্য, ইনি প্রথমে আপন মাতা পূর্বদিককে আলিঙ্গন করিলেন, পরে আপন পিতা আকাশের দিকে যাইতেছেন।

২। ইহার দেহের মধ্যে দীপ্তি বিচরণ করিতেছে, সেই দীপ্তি ইহার প্রাণের মধ্য হইতে নির্গত হইয়া আসিতেছে। ইনি বৃহৎ হইয়া আকাশ ব্যাপ্ত করিলেন।

৩। এই সূর্যের ত্রিংশৎস্থান শোভা পাইতেছে। এই গমনশীল সূর্যের উদ্দেশে স্তব উদ্ধারিত হইতেছে। প্রতিদিন তিনি নিজকিরণে ভূষিত হয়েন(১)।

————

(১) সূক্তটি অপেক্ষাকৃত আধুনিক। ত্রিংশৎ ধাম, অর্থাৎ ত্রিংশৎ মুহূর্ত। দুই দন্ডে এক মুহূর্ত। সুতরাং প্রতিদিন ত্রিশ মূহূর্ত। সায়ণ।