ঋগ্বেদ ০৮।০৬৫

ঋগ্বেদ ০৮।০৬৫
ঋগ্বেদ সংহিতা ।। ৮ম মণ্ডল সূক্ত ৬৫
ইন্দ্র দেবতা। প্রগাথ ঋষি।

১। হে ইন্দ্র! যেহেতু লোকে পূর্বদিক, পশ্চিমদিক, উত্তরদিক ও নিম্নদিক হইতে তোমাকে আহ্বান করে, অতএব শীঘ্র অশ্বের সাহায্যে আগমন কর।

২। তুমি দ্যুলোকের প্রস্রবণে প্রমত্ত হও; ভূলোকে প্রমত্ত হও, অন্নের অপাদানভূত অন্তরিক্ষে প্রমত্ত হও।

৩। অতএব হে ইন্দ্র! তোমাকে স্তুতিদ্বারা আহ্বান করি। তুমি মহান ও প্রভূত। সোমপানার্থ ও ভোগার্থ তোমাকে গাভীর ন্যায় আহ্বান করি।

৪। রথ যোজিত অশ্বগণ তোমার মহিমা ও তোমার তেজঃ আহ্বান করুক।

৫। হে ইন্দ্র! বাক্য ও স্তুতিদ্বারা তোমার স্তব করা হইতেছে। তুমি মহান, তুমি উগ্র, তুমি ঐশ্বৰ্য্যকারী, তুমি আগমন করতঃ সোমপান কর।

৬। আমরা অভিযুত সোমবিশিষ্ট ও অন্নবিশিষ্ট হইয়া তোমাকে আমাদের কুশে উপবেশনার্থ আহ্বান করিতেছি।

৭। হে ইন্দ্র! যেহেতু তুমি অনেক যজমানের সাধারণ, অতএব আমরা তোমায় আহ্বান করিতেছি।

৮। হে ইন্দ্র! অধ্বর্য্যু প্রভৃতি সকলে সোমসম্বন্ধীয় মধু প্রস্তর দ্বারা অভিষব করিতেছে। তুমি প্রীত হইয়া উহা পান কর।

৯। হে ইন্দ্র! তুমি স্বামী, তুমি সমস্ত স্তোতাগণকে অতিক্রম করিয়া দর্শন কর; শীঘ্র আগমন কর, আমাদিগকে মহৎ অন্ন প্রদান কর।

১০। ইন্দ্র হিরণ্যাবর্ণ গোসমূহের রাজা, তিনি আমাদের দাতা হউন। হে দেবগণ! মঘবা ইন্দ্র হিংসিত না হউন।

১১। আমি গোসহস্রের উপরি ধারিত, বৃহৎ, বিস্তীর্ণ, আহলাদকর, নিৰ্ম্মল হিরণ্য স্বীকার করি।

১২। আমি অরক্ষিত ও দুঃখী, আমার লোক সকল অপরিমিত ধনে ধনবান হউক। দেবগণ প্রীত হইলে অন্ন লাভ করা যায়।