ঋগ্বেদ ০৮।০৫৮

ঋগ্বেদ ০৮।০৫৮
ঋগ্বেদ সংহিতা ।। ৮ম মণ্ডল সূক্ত ৫৮
অগ্নি দেবতা।

১। সহৃদয় ঋত্বিকগণ যাহাকে বহু প্রকারে কল্পনা করতঃ এই যজ্ঞ সম্পাদন করিতেছেন, যিনি বাক্য উচ্চারণ না করিলেও স্তুতিকারীরূপে নিযুক্ত আছেন, তাহার বিষয়ে যজমানের কি জ্ঞান আছে?

২। এক অগ্নি, বহু প্রকারে সমিদ্ধ হইয়াছেন, এক সূর্য সমস্ত বিশ্বে প্রভূত হইয়াছেন, এক ঊষা এই সমস্তকেই প্রকাশিত করিতেছেন। এই একই সর্বপ্রকারে হইয়াছেন(১)।

৩। জ্যোতিষ্মান, কেতুমান, চক্রত্রয়বিশিষ্ট, সুখকর রথস্বরূপ ও উপবেশনযোগ্য অগ্নিকে প্রচুর পরিমাণে পানাৰ্থ এই যজ্ঞে আহ্বান করি, তাহার সহিত মিলন হইলে বিচিত্র ধন লাভ হয়।

————

(১) “একং বৈ ইদং বি বভূব সর্বং।“ মূলে এই আছে।