ঋগ্বেদ ০৮।০৫৫

ঋগ্বেদ ০৮।০৫৫
ঋগ্বেদ সংহিতা ।। ৮ম মণ্ডল সূক্ত ৫৫
ইন্দ্র দেবতা।

১। ইন্দ্রের কৰ্ম্ম ভূরি বলিয়া জানিয়াছি। হে দস্যুগণের বৃকস্বরূপ! তোমার ধন আমাদের অভিমুখে আগমন করিতেছে।

২। আকাশে যেরূপ তারা শোভা পায়, সেইরূপ শত শত বৃষ শোভা পাইতেছে, তাহারা মহত্ত্বে দ্যুলোককে যেন স্তম্ভিত করিতেছে।

৩। শতবেণু, শতশ্বা, শতম্লাত চর্ম, শতবল্বজ স্তুক এবং চারশত অরুষী (১) রহিয়াছে।

৪। হে কণ্বগোত্রীয়গণ! তোমরা অন্নে অন্নে বিচরণ করতঃ অশ্বগণের ন্যায় পুনঃ পুনঃ গমন করতঃ সুন্দর দেববিশিষ্ট হইয়াছ।

৫। সপ্তসংখ্যাবিশিষ্ট, অন্যের অন্যূন, ইন্দ্রের উদ্দেশ্যেই মহাঅন্ন প্রক্ষিপ্ত হইতেছে। শ্যামবর্ণ পথ অতিক্রম করিয়া চক্ষুদ্বারা গৃহীত হইতেছে।

————

(১) মূলে ঋক এই “শতং বেনূন শতং শুনঃ শতং চর্মাণি ম্লাতানি শতং মে বল্বজ স্তুকাঃ অরুষীণাং চতুঃশতং।“ এ সকল শব্দের অর্থ বুঝিতে পারি নাই।