নয়না আজ হেসে বেড়ায়,
হালকা হাওয়ায় ভেসে বেড়ায়,
মনে খুশির ঢেউ।
যতই হাসুক, যতই নাচুক,
বকবে নাকো কেউ।
নয়না আজ দিন কাটাবে
খুশির বালুচরে,
মাঝে-মাঝে দেবে উঁকি
দাদুর পড়ার ঘরে।
নয়না আজ দেবে যে তার
পুতুল-ছেলের বিয়ে।
সেই বিয়েতে ঢোল বাজাবে
সাতটি সবুজ টিয়ে।
নয়না আজ দাদুর মুখে
সেমাই দেবে পুরে।
তাই-না দেখে প্রজাপতি
আসবে হঠাৎ উড়ে।