আরো কিছু ছড়াগ্রন্থ

নেতা

কালো টাকার পাহাড় গড়া
মহাপ্রভুর ধামা ধরা
টাকার জোরে ভোট বাগানো
মিথ্যে কথায় লোক খ্যাপানো
মঞ্চে উঠে বকবকানো
যখন-তখন লোক-ঠকানো-
এইতো আমার কেতা,
মস্ত আমি নেতা।

যা ইচ্ছে তা-ই বলতে পারি
ডান দিকে ভাই চলতে পারি
দিনকে রাত করতে পারি
উলটোরথে চড়তে পারি
নিজের পকেট ভরতে পারি
ছায়ার সাথে লড়তে পারি-
আমি স্বাধীনচেতা
মস্ত আমি নেতা।

আমার পুকুর, আমার খামার,
ঘাতক দালাল মিতা আমার
ধর্ম আমার বিরাট পুঁজি
আলো ছেড়ে আঁধার খুঁজি
আগামী এই নতুন সনে
যে-ক’রেই হোক ইলেকশনে
চাই যে আমার জেতা
মস্ত আমি নেতা।