আরো কিছু ছড়াগ্রন্থ

দুপুর-রাতে

জেগে শুনি দুপুর-রাতে
কিসের শব্দ ঘরের ছাতে?
খুরের আওয়াজ যাচ্ছে শোনা,
ছাতে ওড়ে জ্যোৎস্না-কণা।
এইতো দেখি আমার ঘরে
পক্ষিরাজের ডানা নড়ে।
ঘোড়ার পিঠে রাজার, ছেলে,
বলি ওকে, ‘কেন এলে?”
‘শুনতে এলাম তোমার কথা,
কত তোমার মনের ব্যর্থা,
জানতে এলাম আজকে রাতে’-
এই-না ব’লে লাগাম হাতে
ছোটায় ঘোড়া রাজার ছেলে
একা ঘরে আমায় ফেলে।
ছুটল ঘোড়া তেপান্তরে,
আমি থাকি আমার ঘরে।