নবান্নতে ফিরে গেছে কাক

নবান্নতে ফিরে গেছে কাক

কোকিল কি ডেকে উঠেছিল?
সে ভালো করেনি
তখন যে কথা ছিল
নতুন ধানের সুগন্ধের!
নবান্নতে ফিরে গেছে কাক!

বৃষ্টির ফোঁটা কি জুই ফুল।
ঠিক যে মেলে না।
বাঁধ ভেঙে ডুবেছে প্রাচীন
শিশুটিও ডুবে গেছে বানে

দূরে কারা হেঁটে ফিরে যায়
কাছে কি কখনো আসবে না?
হাস্নুহানাতে দেখি সাপ
পাপ নেই কাগজে কলমে

কোকিল কি ডেকে উঠেছিল?
সে ভালো করেনি
নবান্নতে ফিরে গেছে কাক।