খেলাচ্ছলে

খেলাচ্ছলে

‘ফেরা’ এই শব্দটিকে ভিজে নিয়ে চোষাচুষি করি
খেলাচ্ছলে
এবং একার খেলা কোনোদিন নিয়ম মানে না
ছাদের পাঁচিল ছেড়ে লাফ দেয় তেজী বল
উড়ে যায় ব্রীজের ওপারে
বাতাস আঁচড়ায় শীত, সন্ধ্যা আনে কালো আলোয়ান
জিভ ক্ষার হয়ে আসে, শব্দটি সশব্দ হয়ে
ভয় পাওয়ায়
এতক্ষণ একা ঠায় দাঁড়িয়ে কিসের জন্য ‘ফেরা’?
একি ফিরে আসা, নাকি ফিরে যাওয়া, কার?
কে জানে ফেরার মর্ম, অলৌকিক এ শব্দটি কাকে
কী শেখায়!

আমি কি পৃথিবী কিছু ভারী করে আছি?
হে মানুষ, হে মানুষী, এবার আমার দিকে।
রুমাল ওড়াবে?