শেষ প্ৰণয়

শেষ প্ৰণয়

এ কোন নতুন আলো পুঞ্জ পুঞ্জ ছড়ানো আকাশে ?
কুয়াশার গন্ধলীন সবুজ প্রত্যুষ ঘাসে ঘাসে
পদ্ম পদতল ছুঁয়ে একটি রমণী এসে থমকে দাঁড়ালো
সমস্ত আকাশ জুড়ে অফুরান প্রতীক্ষার আলো ।

–ফিরে যাও হেরমণী, আপনি আঁচলে ঢেকে মুখ ।
সামান্যের বাসনায় তাকে পেতে হয়ে না। উন্মুখ ।
সে থাক আপনি দুর্গে অন্ধকারে স্বেচ্ছ নির্বাসিত
তোমার আশ্বাসে যেন হরিণের মতন চকিত ।

—ফিরে যাও হেরমণী, ফিরে যাও বিচ্ছেদগৌরবে
দুর্লভ জয়ের গর্বে একদা সে প্ৰজ্বলিত হবে
পুরুষের দুই হাতে দিন রাত্রি নিয়ে অবহেলে
অগ্নিদগ্ধ শুভ্ৰ প্রেম সে তার দু’চোখে দেবে জ্বেলে ।

রমণী ভোরের মতো, স্থির হয়ে থাকে প্রতীক্ষায়
চক্ষে ওষ্ঠে স্তনযুগে শরীরের প্রতিটি রেখায়
আকাঙক্ষার তীব্র আলো–সে আলোয় সে আগুনে এসে
ব্যৰ্থ হল সে পুরুষ, নিজেকে জ্বলিয়ে নিঃশেষে ।