যে-যাই বলুক

যে-যাই বলুক

যে-যাই বলুক, আমার ভীষণ
বেঁচে থাকতে ইচ্ছে করে
সন্ধেবেলায় নীলচে আলোয় পথ ঘুরে যায় মোমিনপুরে
আমি তখন কোন প্রবাসে, বেঁচে থাকার থেকেও দূরে
ঘুরে মরবো! নরম হাত
ঠোঁট ছোঁবে না, চোখ ছোঁবে না?
যে-যাই বলুক, আমার ভীষণ
বেঁচে থাকতে ইচ্ছে করে।

মধ্য নিশীথ আমায় ডেকে দেখিয়েছিল হাস্নুহেনা
সকালবেলার রোদে আমার
শিশুকালের স্নেহ মমতা
হাওয়ায় ওড়ে। শূন্য বনে
বলেছিলাম গোপন কথা
কেউ শোনেনি, তবু আমার স্বপ্ন ঘোরে আলোকে মেঘে
যে-যাই বলুক, আমার ভীষণ
বেঁচে থাকতে ইচ্ছে করে।

কে জ্বলে আগুন, কে ছুটে যায় ক্রুদ্ধ বেগে!
কে রসাতল জাগাতে চায়,
কার নিশ্বাস ছুরি ঝলসায়?
তুমিও ভালোবেসেছিলে না? তবুও কেন মরণ খেলায়
এত আনন্দ! সত্যি বলে তো, এখানে আর বাঁচতে চাও না?
যে-যাই বলুক। আমার ভীষণ বেঁচে থাকতে ইচ্ছে করে।