মাল্লা

মাল্লা

নৌকায় মাঝি চারজনা, হাল দাঁড় মোটে তিনখানি
ছয় চোখ করে জল ঘোলা, দুই চোখ মুদে রায় ধ্যানী।
সাদা পাল চায় –পশ্চিমে যায় নায়ের গলুই দক্ষিণে
একজন হাসে তিনজনা ভারে, বায়ু চলে যায় পথ চিনে।

বিজলি হানলো আকাশ দুখন জল উঠে পড়ে গম্বুজে
কবি কয়, ওরে মুর্খ মাল্লা, ঘুমায়ে পড়গা চোখ বুঁজে।