1 of 2

৪৮. দ্বিতীয় সনে যেসব ঘটনা ঘটেছে তার আলোচনা

দ্বিতীয় সনে যেসব ঘটনা ঘটেছে তার আলোচনা

এ সময় অনেক গাযিওয়া ও সারিয়া সংঘটিত হয়। এ সবের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বদর যুদ্ধ, যা এ বছর রমযান মাসে সংঘটিত হয়। আর এ যুদ্ধের মাধ্যমে আল্লাহ সত্য-মিথ্যার মধ্যে পার্থক্য সূচিত করেন। পার্থক্য করেন হিদায়াত আর গোমরাহীর মধ্যে। আর এ হল মাগাযী আর সারিয়া সম্পর্কে আলোচনা করার সময়। তাই আল্লাহর নিকট সাহায্য ভিক্ষা করে আমরা বলছি।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *