০২. ওহী নিয়ে জিবরাইলের আগমন

চল্লিশ বছর বয়স হচ্ছে মানুষের পূর্ণতা ওপরিপক্কতার বয়স। পয়গম্বররা বয়সেই ওহী লাভ করে থাকেন। রসূল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বয়স চল্লিশ হওয়ার পর তার জীবনের দিগন্তে নবু্‌ওয়তে নির্দশন চমকাতে লাগলো। এই নির্দশন প্রকাশ পাচ্ছিলো স্বপ্নের মাধ্যমে। এ সময় রসূল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে স্বপ্নই দেখতেন,সই স্বপ্ন শুভ্র সকালের মতো প্রকাশ পেতো। এ অবস্থায় ছয় মাস কেটে কেটে গেলো। এ সময়টুকু নবুওয়তের সময়ের ৪৬তম অংশ এবং নবুওয়তের মোট মেয়াদ হচ্ছে তেইশ বছর। হেরা গুহার নির্জনাবাসের তৃতীয় বছরে আল্লাহ তায়ালা জগতবাসীকে তাঁর করুণাধারায় সিঞ্ঝিত করতে চাইলেন। আল্লাহ তায়ালা তাঁর তখন রসূলকে নবুয়ত দান করলেন। হযরত জিবরাইল(আ) কয়েকটি আয়াত নিয়ে হাযির হলেন।
ইতিহাসে যুক্তি-প্রমাণ এবং কোরআনসহ বিভিন্ন গ্রন্থ অধ্যয়ন করে পাওয়া তথ্যানুযায়ী জানা যায় যে, প্রথম ওহী এসেছিলো রমযান মাসের ২১ তারিখ সোমবার রাতে। চন্দ্র মাসের হিসাব মোতাবেক সে সময় রসূলে করিম হযরত মোহাম্মদ মোস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বয়স হয়েছিলো ৪০ বছর ৬ মাস ১২ দিন।