অচেনা

অচেনা

তোমার হাতে গোলাপ, তুমি ফুলের কাছে ঋণী রইলে…
তোমার হাতে গোলাপ, তুমি ফুলের কাছে ঋণী রইলে…
বাসের অমন ভিড়ের মধ্যে মেয়েটা
আমাকে এক লাইন কবিতা দিয়ে হঠাৎ নম্র-নেত্রপাতে
বেলগাছিয়ায় নেমে গোল রক্ত গোলাপ হাতে
বাকিটা পথ রইলো শুধু ঘামের গন্ধ, ব্রিজের ধুলো
তোমার হাতে গোলাপ, তুমি আমার কাছে ঋণী রইলে।