বেহাগ। চৌতাল
ভয় হতে তব অভয়মাঝারে
নূতন জনম দাও হে!
দীনতা হইতে অক্ষয় ধনে,
সংশয় হতে সত্যসদনে,
জড়তা হইতে নবীন জীবনে
নূতন জনম দাও হে!
আমার ইচ্ছা হইতে, হে প্রভু,
তোমার ইচ্ছামাঝে—
আমার স্বার্থ হইতে, হে প্রভু,
তব মঙ্গলকাজে—
অনেক হইতে একের ডোরে,
সুখদুখ হতে শান্তিক্রোড়ে,
আমা হতে, নাথ, তোমাতে মোরে
নূতন জনম দাও হে!
khub valo laglo dukher onto dekhe….