৩৮. দ্রৌপদীকে আনিতে প্রতিকামীর গমন

তবে রাজা দুর্য্যোধন আনন্দিত মতি।
দম্ভ করিয়া কহিল বিদুরের প্রতি।।
বিষাদিত কেন বসিয়াছ অধোমুখে।
হেন বুঝি দুঃখী বড় পাণ্ডবের দুঃখে।।
উঠ উঠ যাহ শীঘ্র ইন্দ্রপ্রস্থে চলি।
আপনি আইস হেথা লইয়া পাঞ্চালী।।
অন্তঃপুরে আছয়ে যতেক দাসীগণ।
তা সবার সহিত করুক দাসীপণ।।
এত শুনি বিদুর কম্পিত কলেবর।
ক্রোধমুখে দুর্য্যোধনে করিল উত্তর।।
মন্দমতি ছন্নমতি না বুঝিস্ কিছু।
করালি ব্যাঘ্রেরে ক্রোধ হৈয়ে মৃগশিশু।।
বিষ সম্বরিয়া বসিয়াছে বিষধর।
অঙ্গুলি না পূর তার মুখের ভিতর।।
কেমনে এ দুষ্ট ভাষা মুখেতে আনিলি।
কৃষ্ণা তব দাসী হৈবে, কুলে দিলি কালি।।
দ্রৌপদীতে তোমার কিসের অধিকার।
সবাই না বুঝ কেন করিয়া বিচার।।
আপনা হারিল পূর্ব্বে ধর্ম্মের কুমার।
আপনার উপরে কিসের অধিকার।।
অন্যের উপরে তার প্রভুপণ কিসে।।
আর তার চারি স্বামী আছয়ে বিশেষে।
মোর কথা যদি তোর নাহি লয় মনে।
জিজ্ঞাসিয়া দেখ যত বৃদ্ধ মন্ত্রিগণে।।
এই বৃদ্ধ অন্ধরাজ হৃষ্ট হইয়াছে।
লোভেতে হইল ছন্ন, নাহি দেখে পাছে।।
নিকটে আইল মৃত্যু, কে করে বারণ।
ফুল ধরি যেন বাঁশগাছের মরণ।।
দ্যূতেতে পরম ধর্ম্ম, আপন কল্যাণ।
কদাচিৎ তথাপি না করে মতিমান।।
শুখাইলে খণ্ডে অস্ত্রাঘাতের বেদন।
বাক্যাঘাত নাহি খণ্ডে যাবত জীবন।।
পাশাতে জিনিয়া বড় আনন্দ-হৃদয়।
চিত্তে ভাব পাণ্ডবের হৈল অসময়।।
শ্রীমন্ত জনের হয় অসময় কিসে।
কি তার সহায় নাই এই মহাদেশে।।
কোথা হয় শ্রীরহিত শ্রীমন্ত সুজন।
জলেতে পাষাণ নাহি ভাসে কদাচন।।
লাউ নাহি ডুবে কভু জলের ভিতর।
কখন দুর্গতি নহে বিষ্ণুভক্ত নর।।
পুনঃ পুনঃ আমি কহিলাম হিতবাণী।
না শুনিয়া মৃত্যুকাল ডাকিলে আপনি।।
নিশ্চয় হইল দেখি তিনকুল ধ্বংস।
শান্তনু বাহলীক অন্ধ নৃপতির বংশ।।
মাত্র মিত্র ইষ্ট পুত্র সহিত মজিবে।
আমার এ সব কথা পশ্চাৎ ফলিবে।।
এইরূপ বিদুর কহিল বহুতর।
শুনি দুর্য্যোধন তারে নিন্দিল বিস্তর।।
প্রতিকামী ছিল তাঁর সম্মুখে দাণ্ডাইয়া।
তারে আজ্ঞা দিল রাজা নিকটে ডাকিয়া।।
যাহ তুমি, দ্রৌপদীকে আন এইক্ষণে।
পাণ্ডবের ভয় তুমি না করিহ মনে।।
বিদুরের বোলে কিছু না করিহ ভয়।
সর্ব্বকাল বিদুরের ভয়ার্ত্ত হৃদয়।।
আর কুস্বভাব আছে বিদুর-চরিত।
ধৃতরাষ্ট্র-কুৎসা কহে পাণ্ডবের হিত।।
আদেশ পাইয়া তবে চলে প্রতিকামী।
ইন্দ্রপ্রস্থে প্রবেশে করিল শীঘ্রগামী।।
যথায় পুরীর মধ্যে দ্রৌপদী সুন্দরী।
দ্রৌপদীর আগে কহে করযোড় করি।।
অবধান মহাদেবী শুনহ বিধান।
রাজা যুধিষ্ঠির হৈল দ্যূত হতজ্ঞান।।
সর্ব্বস্ব হারিল দ্যূতে, তোমা আদি করি।
তোমা নিতে আজ্ঞা দিল কুরু-অধিকারী।।
ধৃতরাষ্ট্র-গৃহে চল, কর যথাকর্ম্ম।
শুনিয়া দ্রৌপদীর ভাঙ্গিল নিজ মর্ম্ম।।