২৫. পাণ্ডবসকাশে ব্যাসের আগমন ও মহাদেবের যুদ্ধ বিবরণ কথন

তবে জন্মেজয় মুনিবরে জিজ্ঞাসিল।
কহ শুনি মহামুনি কি কর্ম্ম হইল।।
বলেন বৈশম্পায়ন, শুনহ রাজন।
হেনমতে জয়দ্রথ হইল নিধন।।
অর্জ্জুনের প্রতি কৃষ্ণ আনন্দিত মন।
করে ধরি আলিঙ্গন করেন তখন।।
শ্রীকৃষ্ণ কহেন, শুন কহি ধনঞ্জয়।
তোমা হেতু চিন্তান্বিত ধর্ম্মের তনয়।।
অতএব শীঘ্রগতি চল তথাকারে।
না জানি আছেন যুধিষ্ঠির কি প্রকারে।।
এত শুনি ধনঞ্জয় চলেন সত্বর।
সাত্যকি সহিত আর বীর বৃকোদর।।
পবন-গমনে রথ চালান সারথি।
বাহির হৈলেন ব্যূহ হৈতে তিন কৃতী।।
নিরখিয়া সবাকারে ধর্ম্মের নন্দন।
আলিঙ্গন করিলেন হরিষত মন।।
ধর্ম্ম বলিলেন, কৃষ্ণ কহ বিবরণ।
কিরূপে হইল জয়দ্রথের নিধন।।
প্রত্যক্ষে কহেন সব কৃষ্ণ মহাশয়।
শুনি যুধিষ্ঠির রাজা সানন্দ হৃদয়।।
হেনকালে আসিলেন ব্যাস তপোধন।
তাঁরে দেখি উঠি প্রণমিল সর্ব্বজন।।
আশীর্ব্বাদ করি বৈসে ব্যাস মহাশয়।
হেনকালে জিজ্ঞাসেন বীর ধনঞ্জয়।।
এক নিবেদন করি, শুন মুনিবর।
কহিবে বৃত্তান্ত সব আমার গোচর।।
যেকালে গেলাম আমি যুদ্ধ করিবারে।
ব্যূহমধ্যে প্রবেশিয়া কৌরব ভিতরে।।
হেনকালে দেখি যুদ্ধ আরম্ভ করিতে।
এক মহাবীর আসে শূল করি হাতে।।
পর্ব্বত আকার অতি দীর্ঘ কলেবর।
হাতেতে ত্রিশূল যেন তাল তরুবর।।
সূর্য্যের সদৃশ তেজ, প্রকাণ্ড শরীর।
আচিম্বিতে রণস্থলে আসে মহাবীর।।
মম রথ আগে করি ধায় বায়ুবেগে।
অশ্ব হস্তী রথ বিন্ধে ত্রিশূলের আগে।
তিনি নাশিলেন যত কুরু-সৈন্যগণ।
সমরে কেবল করি অস্ত্র বরিষণ।।
ইহার যথার্থ তত্ত্ব কহ মুনিবর।
কেবা সেই মহাবীর দীর্ঘ কলেবর।।
ইহা শুনি কহিলেন ব্যাস তপোধন।
সমুদ্র সদৃশ বুদ্ধি, বড় বিচক্ষণ।।
বলিতেছি ধনঞ্জয় শুন সাবধানে।
ইহার বৃত্তান্ত আমি কহি তব স্থানে।।
পূর্ব্বেতে তোমারে কহিলেন পঞ্চানন।
তোমার সহায় আমি হব অনুক্ষণ।।
অতএব শিব আসি করেন সমর।
তোমারে জানাই, শুন পার্থ ধনুর্দ্ধর।।
রুদ্ররূপে সৃষ্টি তিনি করেন সংহার।
নিশ্চয় জানিহ এই কুন্তীর কুমার।।
ইহা শুনি ধনঞ্জয় মানেন বিস্ময়।
এই কথা সত্য, সবে জানিহ নিশ্চয়।।
এত বলি নিজস্থানে যান তপোধন।
মহা আনন্দিত হৈল সব যোদ্ধাগণ।।
নানা বাদ্য বাজে, সবে ছাড়ে সিংহনাদ।
কৌরবের সেনাগণ গণিল প্রমাদ।।
জয় জয় শব্দ হৈল পাণ্ডবের দলে।
না শুনি শ্রবণে কিছু বাদ্য কোলাহলে।।
শত শত শঙ্খ বাজে, তরঙ্গের রোল।
শত শত ঢাক বাজে, শত শত ঢোল।।
কোটি কোটি বীরকালি বাজে জগঝম্প।
মুহুর্মুহুঃ হুহুঙ্কার ছাড়ে বীরগণ।।
মেঘের নিঃস্বন যেন রথের নিঃস্বন।
গর্জ্জন করয়ে হয় হস্তী অনুক্ষণ।।
গর্জ্জিতে লাগিল মহাশব্দে সেনাগণ।
মহানন্দে ভাসে সব পাণ্ডবের দল।
শুনি দুর্য্যোদন রাজা হইল বিকল।।