০৭. বিদুরের দেহত্যাগে সকলের বিলাপ এবং ব্যসের সান্ত্বনা দান

বিদুরে লইয়া কান্দিছেন পঞ্চজন।
হেনকালে আইলেন মুনি দ্বৈপায়ন।।
মুনি দেখি প্রণমিল পঞ্চ সহোদর।
খুল্লতাত বলি কান্দে সবে উচ্চৈঃস্বর।।
প্রবোধিয়া মুনিবর কহেন বচন।
অকারণে শোক করে ধর্ম্মের নন্দন।।
আপনি কি নাহি জান রাজা যুধিষ্ঠির।
তোমায় বিদুরে হয় একই শরীর।।
মান্ডব্য মুনির শাপে ধর্ম্ম মহাশয়।
বিদুররূপেতে তাঁর ক্ষিতেতে উদয়।।
তুমিহ আপনি ধর্ম্ম জানিছ নিশ্চয়।
ধর্ম্ম অংশ হও তুমি ধর্ম্মের তনয়।।
বিদুরের তেজ যেই হইল বাহির।
সেইক্ষণে প্রবেশিল তোমার শরীর।।
কহিলাম তোমারে এ তত্ত্ব সমাচার।
শোক মোহ দূর কর ধর্ম্মের কুমার।।

ব্যাসের বচনে পঞ্চ পান্ডুর কুমার।
বিধিমত বিদুরের করেন সৎকার।।
ধৃতরাষ্ট্রে আসিয়া কহেন সমাচার।
মুচির্ছত হইয়া পড়ে অন্বিকাকুমার।।
আপনি ধরেন তাঁরে ব্যাস মহামুনি।
নানা কথা প্রবোধ কহেন তত্বাবাণী।।

অন্ধ বলে বিদুর ছাড়িয়া গেল মোরে।
তথাপি রহিল মোর পাপ কলেবরে।।
দুর্য্যোধন শোক মম হৈল পাসরণ।
কিরূপে বিদুরশোকে বাঁচিব এখন।।
বিপরীত শব্দ হৈল পুনঃ সেই স্থলে।
দেখিবারে বনবাসী আইল সকলে।
ধৃতরাষ্ট্র পাশে বসি ব্যাস মহামুনি।।
প্রবোধ করিয়া কহিছেন তত্ত্বাবাণী।
অবধান কর রাজা পূর্ব্বের কাহিনী।।
দৈত্যভরে পীড়াযুক্ত হইল মেদিনী।
ধেনুরূপ ধরি গেল ব্রক্ষ্মার সদন।।
কান্দিতে কান্দিতে ক্ষিতি করে নিবেদন।
দৈত্যভর আর আমি সহিতে না পারি।।
কি করিব আজ্ঞা দেহ সৃষ্টি অধিকারী।
শুনি ব্রক্ষ্মা পৃথিবীরে আশ্বাসি তখন।।
ক্ষীরোদের তীরে গিয়া সহ দেবগণ।
প্রণমিয়া করপুটে করিলেন স্ততি।
তুষ্ট হয়ে প্রত্যক্ষ হইলেন শ্রীপতি।।
দৈত্য বিনাশিতে যুক্তি করিয়া সৃজন।
দেবগণে আদেশেন কমললোচন।।
নিজ নিজ অংশে সধে হও অবতার।
লীলায় করিব ক্ষয় পৃথিবীর ভার।।
আপনি জন্মিব আমি বসুদেব ঘরে।
নাশিব পৃথিবী ভার কহিনু তোমারে।।

এত বলি স্বস্থানে গেলেন নারায়ণ।
দেবগণ সহ ব্রক্ষা গেলেন ভবন।।
দেবকীর গর্ভে জন্মিলেন নারায়ন।
অনন্ত অগ্রজ তাঁর রেবতীরমণ।।
ধর্ম্ম অংশ যুধিষ্ঠির ধর্ম্ম অবতার।
বায়ু অংশে বৃকোদর পবনকুমার।।
ইন্দ্র অংশে জন্মি লন বীর ধনঞ্জয়।
অশ্বিনীকুমার দুই মাদ্রীর তনয়।।
অগ্নি অংশে ধৃষ্টদ্যুন্ন পাঞ্চাল নন্দন।
লক্ষ্মী অংশে পাঞ্চালী যে বিখ্যাত ভুবন।।
আপনি আছিলা তুমি গন্ধর্ব্বের পতি।
তবপুত্র দুর্য্যোধন কলির আকৃতি।।
অপর তোমার পুত্র রাক্ষস সকল।
সূর্য্য অংশে ন্ম বীর কর্ণ মহাবল।।
বসু অতার ভীষ্ম তব জ্যেষ্ঠতাত।
বিদ্যুর আপনি ধর্ম্ম শুন নরনাথ।।
বৃহস্পতি অংশে জন্ম দ্রোণ মহাশয়।
রুদ্র অংশে কৃপাচার্য্য জানিহ নিশ্চয়।।
চন্দ্র অংশে অভিমন্যু অর্জ্জুন-কুমার।
কহিনু তোমারে রাজা সর্ব্ব সমাচার।।