০১. হরপার্ব্বতী সম্বাদ

প্রথম অধ্যায়

হরপার্ব্বতী সম্বাদ

নারায়ণকে নরোত্তমকে স্বরস্বতী দেবীকে এবং বেদব্যাসকে নমস্কার করিয়া (জয়) শব্দ উচ্চারণ করিতে হয়। ভবিষ্যপুরাণে বর্ণিত আছে, অষ্টাদশপুরাণ, শ্রীরামচরিত, বৈষ্ণবধর্ম্ম, শৈবধর্ম্ম, সৌরধর্ম্ম, মানবোক্তধর্ম্ম এবং পঞ্চমবেদ মহাভারতে এই সমস্ত বিষয় জয় শব্দে উপলব্ধি হয়। একদা দেবর্ষি নারদ, পুলস্ত্যপ্রভৃতি তাপসগণের সহিত আশ্রমে উপবেশন করিয়া নানা কথা প্রসঙ্গে সর্ব্বশাস্ত্রপারদর্শী সাতিশয় বাকপটুসম্পন্ন ঋষিপুঙ্গব পুলস্ত্যকে বামনপুরাণের বিষয় জিজ্ঞাসা করিলেন। ব্রহ্মণ্‌! আপনি ত্রিকালজ্ঞ, তপোবলে ভূতভবিষ্যৎ, বর্ত্তমানের ন্যায় নয়নগোচর করিতেছেন। সৃষ্টিসংহারকর্ত্তা ভগবান বৈকুণ্ঠনাথ কি নিমিত্ত বামনরূপ ধারণ করিয়াছিলেন, আপনি তদ্বিষয় বিশেষরূপে কীর্ত্তন করুন।

Leave a Reply to Sudip gharami Cancel reply

Your email address will not be published. Required fields are marked *