সোহবিভেত্তস্মাদেকাকী বিভেতি
১/৪/২ বৃঃ উপনিষদ্
মানুষের অরণ্যের মাঝে আমি বিদেশী পথিক,
মুখোমুখি কথা বলি—চোখে লাগে অটল প্রাচীর
বিদেশী পথিক আমি এসেছি কি বিধাতার ভুলে
পৃথিবীর সভাগৃহে, বুঝি নাকো ভাষা যে এদের।
প্রকৃতির বুদোয়ারে এসে পড়ি বিদেশী বর্বর,
বর্বর জানে না হায়! পদে পদে করে অপরাধ,
কোথা লেগে যায়—সরীসৃপ তিক্ত-ফণা।
জলস্থলব্যাপী ভয় দেহ মন নিয়ত কাঁপায়।
নিত্যকাল ধরে এই—দিন কাটে নিত্য তৃপ্তিহীন,
রাত্রিও প্রশান্তিহীন—ত্রিশঙ্কু এ আমার হৃদয়।
১৯৩২