সমুদ্র
ভাসিয়েছি প্রেম আজ নীলিমার অন্ধকার জলে,
রাত্রির স্তব্ধতা আর জনহীন অন্ধকার কুলে।
ভেসেছি ভাবনাহীন সমুদ্রের অন্তহীন বুকে,
আমার শরীর মন অন্ধকার নীল বুকে জ্বলে।
আমার হৃদয়ে আজ প্রেম নেই—লবণাক্ত জলে
আমার হৃদয় ভাসে—অন্ধকার জনহীন রাতে
সাগরের দেহে কেঁপে হেসে যায় আমার শরীর।
সাগরের অভিসার আমার চৈতন্যে নিত্য চলে।
তুমি যে এসেছ আজ পরিশ্রান্ত, যৌবনে কাতর
শৌখিন শিল্পীর গড়া, ক্ষীণকণ্ঠ, পেলব শরীর—
প্রেম আজ ঘরছাড়া, জনহীন বালুকার কূলে
এ হৃদয় অন্যমনা, পাশে তার বলিষ্ঠ সাগর।
১৯৩১