রাত্রিশেষে
আকাশের দুর্গে নেই পলাতকা অমাবস্যা আজ।
সমুদ্রের স্নায়ু আজ অবসন্ন—মরেছে জোয়ার,
তন্দ্রাহত পরাজিত পলাতক ঢেউয়ের সওয়ার।
আজ আর প্রেম নয়—নিদ্রাহীন অন্ধকার আজ।
চিত্তের সমুদ্র আজ শান্ত স্থির বিম্ববতীদিঘি,
নক্ষত্রদেয়ালি নেই, গোধূলির দেহহীন আলো।
এ আলোতে আমি আছি, আর আছে বিশ্ব চার পাশে
সে বিশ্ব আমারই মূর্তি—দীর্ঘ ছাযা আমার মনের।
সে ছায়ায় প্রেম নেই, সে ছাযায় জাগে ক্লান্ত মন
নিশীথ আমার মন জাগে আজ উগ্র অন্ধকারে।
তোমার ও চোখ আজ ভুলে থাক তাদের ভাষারে।
স্পন্দিত আমার চিত্তে বিধাতার গর্ভ-অন্ধকার।
১৯৩১