প্রেম
ফিরাও তোমার দৃষ্টি ফিরাও আমার চোখ হতে
অগ্নিশিখা ঢাকো নীলমেঘে।—
তোমার দৃষ্টির ওই আহ্বান
জাগায় যে জোয়ারের গান,
তোমার নেব্যুলা চোখ নক্ষত্রের জীবনে আমার
বিপ্লবের নৃত্য যে জাগায়!
তোমার চোখের ডাকে ছুটে চলে জীবন আমার
নির্নিমেষ ঊর্ধ্বশ্বাসে জীবনের পথে।
ফিরাও তোমার দৃষ্টি ফিরাও আমার চোখ হতে।
পৃথিবীর পথ হল শেষ
অকস্মাৎ শেষ চেনা পৃথিবীর সীমা,
পৃথিবীর একেবারে ধারে
অন্ধকার পারে
শূন্যতার আকাশ-কিনারে
দ্বিধায় থমকে যায় গতি
মরণের গন্ধ পায় মন।—
ঢেকে দাও মুখ ঢাকো ছায়াপথ তোমার আঁচলে,
ফিরাও তোমার দৃষ্টি, মিনতি আমার।
আমার এ পুরাতন পৃথিবীকে ছেড়ে
শূন্যতার অশেষ সাগরে
অজ্ঞাত এ গূঢ় অন্ধকারে
ঝাঁপিয়ে পড়তে বলো তোমার আহ্বানে বিহঙ্গের মতো
চিরতরে চিত্তে কোথা আশা?—
তোমার নক্ষত্র চোখ দূরে নিয়ে যাও,
অগ্নিশিখা ঢাকো নীল মেঘে।
১৯২৮