ছেদ (আমার হৃদয় হিম-অবজ্ঞায় করেছি বিকল)

ছেদ

আমার হৃদয় হিম-অবজ্ঞায় করেছি বিকল।
কানে করে হাহাকার দেউলিয়া উত্তরের হাওয়া।
বনের কিনারে মোর বাংলোর দুইখানি ঘরে
বানপ্রস্থ বরিয়াছি—ছিঁড়িয়াছি তোমার শিকল।
দুর্ভিক্ষ করেছি দূর—শরীর ও হৃদয়ের চাওয়া।
আমার হৃদয়ে আজ বনানীর নিস্তব্ধতা ঝরে।

হেথা নাই অপমান ব্যর্থতার জ্বালা মূর্খতার।
হেথা নাই গান্ধীজির নাটকীয় জয়অভিযান,
হেথা নাই সুশোভন রূপদক্ষ রবীন্দ্র ঠাকুর।
এখানে আকাশ আর শত শত শালতরু-সার।
এখানে কলকাতা কানে কটুকণ্ঠে করে নাকো গান।
অন্ধকারে মূর্তি তব কক্ষ হতে করিয়াছি দূর।

প্রভাতের আলো নামে স্নানশুভ্র কুমারীর মতো,
সঙ্গীহীন দিন মোর—সঙ্গী শুধু বনানী বন্ধুর,
সঙ্গীহীন রাত্রি মোর—প্রেম আর সাথী মোর নয়।
মুছেছি তোমারে—(তিক্ত ঘৃণ্যতায় করিনি আহত,
সম্পূর্ণ ছেড়েছি— চিত্র একেবারে করিয়াছি দূর)।
আকাশ ঘনিষ্ঠ হেথা— সূর্য শূন্যে অগুণ্ঠিত রয়।
পৃথিবীর স্তব্ধতায় ডুবে গেছে পূর্বরাগ-সুর।

১৯৩১

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *