গ্রীষ্ম (ঘন গ্রীষ্মতাপ)

গ্রীষ্ম

ঘন গ্রীষ্মতাপ।
বিশ্বের উত্তপ্ত দাহ আজ বুঝি জমায়েত ভিড়
বেঁধেছে এখানে দানা আমাদের পাশে?
জমেছে গুমোট।

আমবনে ফল আজ পেকে ওঠে সম্পূর্ণ রঙিন
পরিপক্ক ফল আজ পড়তে তো পারে না মাটিতে
গরমে যে নিরেট বাতাস।
শ্রান্তি বয়ে ব’সে দোঁহে বাতাসের স্নিগ্ধ প্রতীক্ষায়।
মরুভূমি আকাশের চোখে স্নিগ্ধ ছায়ার তৃষ্ণায়।
—বাতাস ভুলেছে।
এ গুমোট দেয় না সে ছিন্ন ছিন্ন করে দুই হাতে
চিরে চিরে।
বাতাস গিয়েছে দূর সমুদ্রবীজনস্নিগ্ধ
নারিকেলমর্মরিত প্রবালের দ্বীপে।
অবসন্ন ব’সে দুইজনে।
কর্মহীন অবকাশ কর্কশ কঠিন গুমোটে
কাটে রৌদ্রতাপে।
আকাশ পৃথিবী আমবন
অদৃশ্য অস্পৃশ্য হল বর্ণহীন প্রদাহে রৌদ্রের।
শুধু লিলি, তোমার শরীর
মসৃণ কোমল পাণ্ডু মর্মর শীতল।

১৯৩৩

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *