কল্পনা চাকমার ডায়েরি, চিঠিপত্র ও ছবি
কল্পনা চাকমা অপহরণের বিচারের দাবি : রাষ্ট্রীয় নির্যাতন ও প্রতিরোধ
কল্পনা চাকমা অপহরণের প্রতিক্রিয়া : বিভিন্ন লেখকদের লেখা

কল্পনা চাকমা অপহরণ ঘটনার অনুসন্ধান

কল্পনা চাকমা অপহরণ ঘটনার অনুসন্ধান

কল্পনা চাকমার অপহরণ সংক্রান্ত প্রতিবেদন

গত ১২ তারিখ ১:৩০টার সময় রাঙামাটি জেলার বাঘাইছড়ি থানার নিউ লাল্যাঘোনা গ্রাম থেকে একদল (৭/৮ জন) সশস্ত্র সাদা পোশাকধারী লোক হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় নেত্রী (সাংগঠনিক সেক্রেটারী) কল্পনা চাকমাকে অপহরণ করে নিয়ে যায়। এ বিষয়ে আমরা অবহিত হই খবরের কাগজের মারফত। অপহরণের কয়েকদিন পর পাহাড়ী ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন এবং পাহাড়ী গণ পরিষদ প্রতিবাদ জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দেয়। কল্পনা চাকমাকে অপহরণকালে সশস্ত্র ব্যক্তিরা তার দুইভাইকেও চোখ বেঁধে নিয়ে গিয়েছিল, কিন্তু কোন রকমে তারা পালিয়ে আসতে সক্ষম হয়। গত ২৬/৬/ ৯৬ তারিখে বিকাল ৩:৩০টার সময় দুইভাইসহ হিল উইমেন্স ফেডারেশন কল্পনা চাকমার মুক্তির দাবিতে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সরকারের কাছে তাদের দাবি ছিল:

১. কল্পনা চাকমাকে অবিলম্বে উদ্ধার করা

২. অপহরণের ঘটনাবলী সরেজমিনে তদন্তের জন্য একটি বিচারবিভাগীয় কমিটি গঠন

৩. অপহরণের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা

৪. অপহৃত কল্পনা চাকমাকে যে কোন শারীরিক কিংবা মানসিক নির্যাতনের জন্য যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান

৫. ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে তার ব্যবস্থা গ্রহণ করা গত ২৭.৬.৯৬ ‘তারিখে এই তিনটি সংগঠন বাঘাইছড়িতে অবরোধ কর্মসূচী পালন করে। এই অবরোধ কর্মসূচী পালনকালে রূপন চাকমা (১৬) নামে একজন স্কুল ছাত্র নিহত হয়। তার লাশের কোন হদিস এখনও পাওয়া যায়নি। এ ব্যাপারে বাঘাইছড়ি থানায় একটি FIR করা হয়। ওইদিন সকাল বেলা অবরোধ কর্মসূচি সফল করার জন্য মনোতোষ চাকমা, পিতা বাঘা চাকমা, সুকেশ চাকমা, (এস.এস.সি পরীক্ষার্থী) বাবা পুর্নেন্দুলাল চাকমা এবং সমর বিজয় চাকমা এস.এস.সি পরীক্ষার্থী বাবা প্রতিকুমার চাকমা বাঘাইছড়ি শহর এলাকায় রওয়ানা দেওয়ার পর সম্পূর্ণভাবে নিখোঁজ রয়েছেন, তাদের আর কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না।

ঘটনার বিবরণঃ ২ জুলাই ১৯৯৬ ঢাকা থেকে আইনজীবী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, পাহাড়ী গণ পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ী ছাত্র পরিষদ প্রতিনিধি সমন্বয়ে একটি দল কল্পনা চাকমা অপহরণ সংক্রান্ত তথ্যানুসন্ধানে রাঙামাটি শহর এবং বাঘাইছড়ি থানায় যায়।

১. প্রথম সাক্ষাৎকার-বিজয় কেতন চাকমা

তারিখ : ২.৭.৯৬ (সময় : বিকাল ৩:৩০টা থেকে ৪:৪৫টা বিজয় কেতন চাকমা পাহাড়ী গণ পরিষদের একজন অন্যতম কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য। উনি সাম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন। পাহাড়ী ছাত্র পরিষদের একজন সদস্য সঞ্চয় চাকমা টেলিফোনে বিজয়কেতন চাকমাকে কল্পনা চাকমার অপহরণের খবর জানান। বিজয় কেতন চাকমার সাথে কল্পনা চাকমার শেষ দেখা হয় ৭ জুন ১৯৯৬ বাঘাইছড়ি এলাকার মেদিনীপুরে। বিজয় কেতন চাকমা আরও জানান যে, অপহরণের কারণে ১২ জুন ১৯৯৬ দিন বেলা ১২টা পর্যন্ত বাঘাইছড়ি থানার কিছু ভোটকেন্দ্রে ভোট প্রদান বন্ধ ছিল। উনি ওই দিন (১২ জুন) জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সাথে দেখা করেন। পুলিশ সুপারকে কল্পনা চাকমার অপহরণের বিষয়টি জানালে উনি বলেন যে, “অস্ত্র কার কাছে থাকে, সেনাবাহিনী না শান্তিবাহিনীর কাছে?” ১৫ জুন ১৯৯৬ দুপুর ২টায় বিজয় কেতন চাকমা বাঘাইছড়িতে যেয়ে থানা নির্বাহী অফিসারের সাতে দেখা করে জানতে পারেন যে, এ.ডি.সি. পুলিশ সুপার এবং ওসি কল্পনা চাকমার বাড়ীতে যায় এবং পরবর্তীতে কল্পনা চাকমার বড় ভাই কালিন্দিকুমার চাকমার (৩০) কাছ থেকে বক্তব্য (statement) লিপিবদ্ধ করে। পরে বাঘাইছড়ি থানায় একটি FIR করা হয়। নম্বর ২/৯৬ (১২.৬.৯৬)। বিজয় কেতন চাকমা আরও জানান যে, এজাহারে কে বা কাহারা নিয়েছে-সে বিষয় উল্লেখ নেই। বক্তব্য পড়ে শোনান হয় নাই কিন্তু statement এর উপর দস্তখত নেয়া হয়। উনি আমাদেরকে আরও জানান যে, মার্চ মাসে কল্পনাদের এলাকায় কিছু বাড়িঘর সেনাবাহিনীর সদস্যরা পুড়িয়ে দেয়। লে: ফেরদৌস ওই এলাকার terror এবং অনেককে ধরে নিয়ে গিয়ে পিটিয়েছে। গত কয়েক বছর ধরে অনেক পাহাড়ী ব্যক্তিকে detention এ নিয়ে গিয়েছিল। writ করে দাড়ান হয়েছে। বিজয় কেতন চাকমাকে ১৯৯১ সালে deten- tion এ নিয়ে গিয়েছিল। writ petition করার মাধমে উনি মুক্তি লাভ করেন। কল্পনাকে অপহরণ করার কারণ জানতে চাইলে উনি বলেন চাকমাদের ভয় দেখানোর জন্য এটা করা হয়েছে। আর তাছাড়া কল্পনা চাকমা নারীদের তাদের অধিকার সম্পর্কে সচেতন করার জন্য একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছিল। ওর সাংগঠনিক দক্ষতা ছিল। মানুষকে উদ্বুদ্ধ করারও ক্ষমতা ছিল। ১৮ জুন ১৯৯৬ সিজক মুখ হাই স্কুলের হেড মাষ্টার জ্ঞানবিকাশ চাকমা দেখতে পান যে, দুটো স্পিডবোট দুটো মেয়েকে নিয়ে বিকেল ৫:০০ টার দিকে কথাইছড়ি থেকে কতাইছড়িতে (কল্পনাদের বাড়ির কাছের সেনা ক্যাম্প) যায় এবং ওখান থেকে ফেরার সময় উনি খেয়াল করেন এবং দেখেন যে, তিনটি মেয়ে একটি বোটে বাঘাইছড়িতে ফিরে যায়। উনি মনে করেন যে, ওই তৃতীয় মেয়েটি কল্পনা চাকমা। পরে এই ঘটনাটি উনি বিজয় কেতন চাকমাকে জানান। ২৭ তারিখে অবরোধ কর্মসূচী পালনের পরের দিন অর্থাৎ ২৮ জুন DGFI এর ডিরেক্টর মেজর লুৎফর বিজয় কেতন চাকমার সাথে দেখা করতে এসে বলেন, অবরোধ কারীরা উনার গাড়ি ভেঙেছে। এবং পরবর্তীতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দীপ্তিমান চাকমা জানান, শোনা যাচ্ছে ওই এলাকা থেকে দুজন বাঙালি ও নিখোঁজ হয়েছে।

২. সাক্ষাৎকার : জেলা প্রশাসক, শাহ আলম (তারিখ : ২.৭.৯৬ সময় : ৫টা-৬:৩০টা) রাঙ্গামাটি জেলার জেলা প্রশাসকের কাছে কল্পনা চাকমা অপহরণ সংক্রান্ত FIR এর একটি কপি আছে। পুরো FIR টি উনি তদন্ত দলটিকে পড়ে শোনান। FIR টিতে সুনির্দিষ্ট সময়, কতজন ব্যক্তি, সশস্ত্র কি না ইত্যাদি বিষয়গুলোর কোন উল্লেখ নেই। লেখা আছে আনুমানিক সময়, আনুমানিক ১০/১২ জন ইত্যাদি তথ্যগুলো। অর্থাৎ FIR টি অস্পষ্ট তথ্যের লিপিবদ্ধ করা হয়েছে। তদন্ত দল জেলা প্রশাসকের কাছে জানতে চায় যে, কল্পনা চাকমাকে কি উদ্ধার করা যাবে? উনি বলেন, “Law will take it’s own course” পুলিশ তদন্ত করছে। তদন্তের ফলাফল অচিরেই জানা যাবে। তা ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা প্রশাসককে ফোন করে জানতে চেয়েছেন, কল্পনা চাকমার উদ্ধারের ব্যাপারে স্থানীয় সরকার এবং প্রশাসন কতদূর এগিয়েছে। জেলা প্রশাসক আরও বলেন যে, একটি বিশ্বাসযোগ্য এজেন্সী জানিয়েছে কল্পনা চাকমা নাকি এখন রাঙামাটিতে। পুলিশের তদন্তের ভার দেওয়া হয়েছে ইনকোয়ারি অফিসার শহীদুল্লাহকে। পুলিশ সুপার তদন্তের কাজটি সার্বিক ভাবে দেখাশোনা করছেন।

৩. সাক্ষাৎকার : পুলিশ সুপারেনটেনডেন্ট, মোঃ নুরুল আনোয়ার (তারিখ : ২.৭.৯৬ সময়: বিকেল ৭টা-৮টা পর্যন্ত)

পুলিশ সুপার বলেন কল্পনা চাকমার বড় ভাই এর জবানবন্দী নেন থানার নির্বাহী অফিসার সকাল ১১:৩০ টার সময়। তদন্ত দল জানতে চাইল ছোট ভাই এর কাছে সঠিক সম্পূর্ণ তথ্য থাকা সত্ত্বেও কেন বড় ভাই এর জবানবন্দী FIR করা হলো? পুলিশ সুপার উত্তর জানালেন যে, অভিযোগকারী যে হতে চেয়েছে, তারই জবানবন্দী নেয়া হয়েছে। তিনি আরও বলেন যে, দুইভাই এর মধ্যে সকালে দেখা হয়, তাতে ওরা আলাপ আলোচনার মাধ্যমে মামলাটি আরও গুছিয়ে ফেলতে পারত, কিন্তু তারা সেটা কেন করে নাই, পুলিশ সুপার বুঝতে অপারগ। কল্পনা চাকমার উদ্ধার কাজ কতদূর এগিয়েছে জানতে চাইলে জানান, তদন্তের স্বার্থে কিছু বলা যাবে না। সঠিক তথ্য পেলে আগামীকালও সম্ভব হবে। পুলিশ সুপার আরও বলেন, কল্পনা চাকমাকে উদ্ধার করে ম্যাজিষ্ট্রেটের কাছে উপস্থিত করলে মামলার অগ্রগতি হবে।

উনি আমাদের জানান যে, সারা রাঙ্গামাটি এলাকায় ১৮০ টি সেনা ক্যাম্প আছে। কজইছড়ি ক্যাম্পের অফিসার লে: ফেরদৌসকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আরও অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রূপন চাকমার হত্যাকান্ডের ব্যাপারে পাহাড়ী ছাত্র পরিষদের তিনজন নেতা FIR করেছেন। আমাদের আরও প্রশ্ন ছিল যে, উদ্ধার কাজে সেনাবাহিনী উনাদের কতটুকু সাহায্য করেছে? উনি বলেন, সর্বাত্মক সাহায্য উনারা সেনাবাহিনীর কাছ থেকে পাচ্ছেন। সেনা জিওসি এবং ব্রিগেড কমান্ডার পুলিশ সুপারকে বলেছেন যে, সেনা ক্যাম্পে পুলিশ কর্মকর্তারা যেয়ে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করতে পারে। সর্বশেষে উনি আমাদের বলেন যে, সঠিক তথ্য পেলে উনি ১০০% নিশ্চিত করতে পারেন কল্পনা চাকমার উদ্ধার কার্য। লেঃ ফেরদৌসকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা জানতে চাইলে পুলিশ সুপার। লেঃ ফেরদৌসকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা জানতে চাইলে পুলিশ সুপার বলেন, তদন্তের স্বার্থে করা হয়েছে। কল্পনা জীবিত আছে না তাকে হত্যা করা হয়েছে, জানতে চাইলে তিনি তদন্ত দলকে কিছুই বলতে পারেননি।

৪. মেজর এফ মাহবুবুর রহমান, রাঙ্গামাটি, ব্রিগেড কমান্ড অফিস- (তারিখ : ২ জুলাই ১৯৯৬ সময় : ৯:০০-৯:৪৫ )

আমরা ব্রিগেড কমান্ডারের সাথে দেখা করতে চাইলে আমাদের সাথে উনি সাক্ষাৎকার দেননি, তবে সেকেন্ড ইন কমান্ডে যিনি আমাদের সাথে কথা বলেছেন। আমাদের সাথে হিল উইমেন্স ফেডারেশন, পাহাড়ী ছাত্র পরিষদ এবং পাহাড়ী গণপরিষদের কেউ উপস্থিত ছিলেন না। কথা শুরু হওয়ার প্রারম্ভেই উনি আমাদের জানিয়েছেন যে, “আপনারা যে ব্যাপারে এখানে এসেছেন, সে ব্যাপারে আমি আপনাদের কোন সহযোগিতা করতে পারব না।” উনি একটি বারের জন্য কল্পনা চাকমার নাম অথবা তার অপহরণের কথাটি আমাদের সামনে উচ্চারণ করেননি। উনি আমাদেরকে তথ্য দিতে পারতেন যদি আমরা আগে ISPR এর সাথে যোগাযোগ করে তারপর উনার সাথে দেখা করতে যেতাম। উনি আমাদেরকে বলেন যে, কল্পনা চাকমা আওয়ামী লীগের সংসদ নির্বাচন প্রার্থী দীপংকর তালুকদারের জন্য নির্বাচন প্রচার চালাচ্ছিল সে কারণে আওয়ামী লীগ বিরোধী লোকজন তাকে অপহরণ করেছে। উনি আরও বলেন যে, চাকমারা টাকা পয়সার জন্য (এই বছর সেনাবাহিনী ১০ লক্ষ টাকা চাকমাদের মধ্যে বিতরণ করেছে) আমাদের কাছে আসে, কিন্তু কোন সমস্যা হলে পুলিশের কাছে চলে যায়।

৫. ঘটনার স্থান : কল্পনা চাকমার বাড়ী, গ্রাম-নিউ লাল্যাঘোনা, থানা-বাঘাইছড়ি (তারিখ: ৩. ৭.৯৬ সময় : ৪-৫:৩০টা পর্যন্ত)

কল্পনা চাকমাদের বাড়ির সদস্য ৫ জন। দুইভাই বড়ভাইয়ের স্ত্রী, মা এবং কল্পনাসহ ৫জন। কল্পনার বাবা অনেক আগে মারা গেছেন। কল্পনার মায়ের নাম : বাঁধুনী চাকমা। কল্পনার বড় ভাই এর নাম কালিন্দিকুমার চাকমা কল্পনার ছোট ভাইয়ের নাম কালিচরণ / ক্ষুদিরাম চাকমা। উনাদের সবার সাথে আলাপ করে জানা গেছে যে, ১১ তারিখ রাত ১:৩০ টার সময় অর্থাৎ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মাত্র ৭ ঘন্টা আগে। ৭/৮ জন সশস্ত্র সাদাপোশাকধারী (দুই জনের পরনে লুঙ্গি ছিল) লোক এসে দরজা কেটে উনাদের ঘরে ঢুকে পড়ে। কল্পনা চাকমার মা তখন আধ ঘুম অবস্থায় ছিলেন। উনি জেগে উঠার পর অন্যরাও জেগে যায় ওদের চিৎকারে। ওরা বাংলায় চিৎকার করে জানতে চায় “কে আছে ঘরে? বাড়িতে কে কে আছ বেড়িয়ে আস”। ওরা সবার চোখে টর্চের আলো মারে। ক্ষুদিরাম ওই সময় হাত দিয়ে আলো আটকাতে গিয়ে আলোর প্রতিফলনে লে: ফেরদৌস এবং দুজন ভিলেজ ডিফেন্স পার্টির (VDP) সদস্যকে চিনে ফেলে। তাদের নাম নুরুল হক এবং সালাহ প্রথমে ক্ষুদিরামকে দুজন চোখ বেঁধে বাড়ির পশ্চিমে কুয়ার ধারে নিয়ে যায়। ক্ষুদিরাম চোখ বাধা অবস্থায় আন্দাজে বুঝতে পারে যে ওটা কুয়োর ধার। এর মাঝখানে কল্পনার মা জানালেন যে, সেনাবাহিনীর আরও সদস্যরা (৭/৮ জন বাদে) সারা বাড়ী ঘিরে রেখেছিল। ক্ষুদিরামকে পরে ওরা বিলের ধারে নিয়ে বিলের পানিতে নামতে বলে। পানিতে নামার পর পরই গুলি করার নির্দেশ দিলে ক্ষুদিরাম প্রাণ ভয়ে পানিতে ঝাপিয়ে পড়ে এবং সাঁতরাতে সাঁতরাতে বিবস্ত্র অবস্থায় পাশ্ববর্তী লাম্বার বাড়িতে যেয়ে উঠে। সশস্ত্র ব্যক্তিরা গুলি করে কিন্তু সে অক্ষত অবস্থায় পালাতে সক্ষম হয়। ইতিমধ্যে সশস্ত্র ব্যক্তিরা কল্পনা চাকমা এবং বড় ভাই কালিন্দিকুমার চাকমাকে চোখ বেঁধে নিয়ে আসে। গুলির আওয়াজে সে ভয় পেয়ে নিজেকে ওদের হাত থেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। পালাতে পালাতে আরও দুটি গুলির আওয়াজ শোনে এবং কল্পনা চাকমার চিৎকার শুনতে পায় কল্পনা চাকমার পরিবারের সদস্যরা। এখনও জানেনা কল্পনাকে হত্যা করা হয়েছে নাকি জীবিত আছে।

এই ঘটনা ঘটার আগে গত ১৯ মার্চ ১৯৯৬ নিউ লাল্যাঘোনার ৭টি বাড়ী পুড়িয়ে দেওয়া হয়। সেনাবাহিনীর সদস্যরা এ কাজ করে। যাদের বাড়ি পোড়ান হয় তারা হচ্ছেন, কৃপামোহন কারবারী, রাঙ্গমোহা চাকমা, দাদিরাম চাকমা, ভাটারাম চাকমা, ননী গোপাল চাকমা, কাশ্মীর চাকমা এবং অজয়কুমার। এর পর বিজু উৎসের কিছুদিন আগে (এপ্রিল মাস) লে: ফেরদৌস এবং আরও ১৫/২০ জন সেনা সদস্য কল্পনাদের বাড়ি এসেছিল। তারা এসেছিল দুপুরবেলা। লে: ফেরদৌস কল্পনাকে ডেকে নিয়ে গিয়ে তাদের ভুল স্বীকার করে। কল্পনা চাকমার সাথে লে: ফেরদৌসের বাড়ী পোড়ানোর ঘটনা নিয়ে অনেক বাক বিতন্ডা হয়। বাড়ী পুড়িয়ে দেওয়ার পর গ্রামবাসীরা অনেকেই এলাকা ছেড়ে অন্য পালিয়ে যায়।

১৯৯৩/৯৪ সালে ৪৬ বেঙ্গলের সেনাসদস্য সুবেদার মো: শাহজাহান কৃপামোহন চাকমার পুত্রবধু এবং মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করে। তাছাড়া ৪৬ বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা এলাকার যুবতী মেয়েদের নাম সংগ্রহ করে। এই ধর্ষণ সংক্রান্ত বিষয়টি একটি অভিযোগ আকারে জানাল কমান্ডারকে (৪৬ বেঙ্গল রেজিমেন্ট ম্যারিশ্যা জোন) জানান হয়। বিষয় ছিল পাহাড়ি নারী ধর্ষণ সম্পর্কে বিবাদীর নাম সুবেদার মো: শাহজাহান, গ্রাম- নিউ লাল্যাঘোনা, থানা-বাঘাইছড়ি ও সুনীতা চাকমা পিতা-মৃত চিক্কুয়া চাকমা,

গ্রাম-নিউ লাল্যাঘোনা। বিজু উৎসবের আগে এপ্রিল মাসে লে: ফেরদৌস এবং তার সেনা সঙ্গীরা যখন কল্পনা চাকমাদের বাসায় আসে তখন লে: ফেরদৌস কল্পনাকে বলে, “শান্তিবাহিনী এবং অন্যান্য সংগঠন মিলে যে আন্দোলন করছে সেটা কি কোন দিন সফল হবে?”

বোধিসত্ব চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক ওই সময় ওখানে উপস্থিত ছিল। বোধিসত্ত্ব লে: ফেরদৌসকে জিজ্ঞাসা করেছিল, আপনারা ঘরবাড়ি পুড়িয়েছেন কেন? এবং লোকজনকে কেন মেরেছেন?” লে: ফেরদৌস উত্তর দেয়, আমরা না বাঙালিরা করেছে”।

ক্ষুদিরামের সাথে বড় ভাই কালিন্দিকুমার চাকমার দেখা হয় ১২ জুন ১৯৯৬ সকাল ৭টার সময়। বিলের মধ্যে ওই দিন ammunition pouch পাওয়া যায়। এলাকাবাসীরা জানায় এগুলো VDP সদস্যরা ব্যবহার করে। তারপর ১২ জুন ১৯৯৬ সকাল ৭টায় সারা এলাকায় কল্পনা চাকমার অপহরণের সংবাদ ছড়িয়ে পড়লে ঝাঁকে ঝাঁকে গ্রামবাসীরা ঘটনাস্থলে এসে হাজির হয়। গ্রামবাসীরা বড় ভাইকে নিয়ে থানা নির্বাহী অফিসারের (TNO) কাছে যায়। সাথে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দীপ্তিমান চাকমা ছিলেন। TNO হাসান জাহাঙ্গীর আলম বড় ভাই এর জবানবন্দী নেন। সেটা TNO নিজেই লিখেছিলেন। ওদিকে ক্ষুদিরামকে নিয়ে কজইছড়ি সেনা ক্যাম্পে যায় সাম্রাজ্য চাকমা, প্রাক্তন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। বড় ভাই পরবর্তীতে থানায় গেলে থানায় একটি FIR করা হয়। গ্রামবাসীরা জানায় লে: ফেরদৌস এখনও দায়িত্বে আছে, তবে তাকে দেখা যাচ্ছে না ১ জুলাই ১৯৯৬ এস.পি, ও.সি. এসেছিল। ঘটনা জিজ্ঞাসাবাদ করেছে। ঘটনার ১৪দিন পর উগলছড়ি জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক ২৬ জুন ১৯৯৬ বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে সুবেদার মোজাম্মেল হকের সাথে কথা হয়। কুশল বিনিময়ের পর কজইছড়ি সেনা ক্যাম্পের সুবেদার তাকে বলেন যে, “আপনাদের ওদিকে লজ্জায় যাই না, একটা মেয়েকে আমাদের ক্যাম্পে ধরে নিয়ে গেছে, সেজন্য আমরা লজ্জিত, দুঃখিত।”

৬. সাক্ষাৎকার: ও.সি, চেয়ারম্যান (আজিজুর রহমান), বাঘাইছড়ি সদর ইউনিয়ন ও থানা নির্বাহী অফিসার

বাঘাইছড়ি সদর চেয়ারম্যান জানায় তাদের ওখানে সাম্প্রদায়িক সম্প্রীতি পরিষদ গঠন করা হয়েছে। এর মধ্যে ৫ জন বাঙালি এবং ৫জন পাহাড়িকে সদস্য হিসাবে নেওয়া হয়েছে। এই কমিটির আহ্বায়ক সে নিজেই। তারা বে-সরকারি ভাবে চেষ্টা করছে পাহাড়ী বাঙালিদের সংঘর্ষ বন্ধ করার জন্য। কল্পনা চাকমা অপহরণ হওয়ার পর এলাকার পরিস্থিতি থমথমে হয়ে আছে এবং পুরো ব্যাপারটিকে একটি সাম্প্রদায়িক সমস্যার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বিশেষত: পাহাড়িরা এটা করেছে।

ও.সি শহীদুল্লাহ জানান তথ্যানুসন্ধানে সময় লাগবে। এটা একটা ‘কুলেস’ কেস। তবে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন কল্পনা চাকমাকে যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করার জন্য। এটা একটা “সেনসেশনাল” কেস, তাই এই কেসটিকে নিয়ে অতি সতর্কভাবে এগুতে হবে।

থানা নির্বাহী অফিসার আমাদের জানান যে, উনি বড় ভাইয়ের জবানবন্দী নিয়েছে কিন্তু ওটা এফআইআর হিসাবে থানায় নেওয়া হয়নি। থানা নির্বাহী অফিসারের কাছে দেওয়া জবানবন্দীতে স্পষ্ট ঘটনার বিবরণী দেওয়া আছে।

৭. রূপকারী এলাকা, থানা-বাঘাইছড়ি, গ্রাম-ঝগড়াবিল, সাক্ষাৎকার : সুমিতা চাকমা, সাধারণ সম্পাদিকা হিল উইমেন্স ফেডারেশন, জিতা চাকমা সভানেত্রী, হিল উইমেন্স ফেডারেশন, ইন্দ্রমুখী চাকমা (রূপনের মা) এবং হীরঙ্গ চাকমা (রূপনের বাবা)

সুমিতা চাকমা এবং ইন্দ্রমুখী চাকমা জানায় যে, ২৭ জুন ১৯৯৬ অবরোধ কর্মসূচির দিন রূপনও (১৬) অংশগ্রহণ করে। একটা সময়ে যখন পরিস্থিতি উত্তেজিত হয়ে পড়ে তখন একজন বাঙালি পুলিশের হাত থেকে অস্ত্র নিয়ে রূপনকে গুলি করে। রূপন গুলিবিদ্ধ হয়ে মারা গেলে তাকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়। ঐ দিনই মনোতোষ চাকমা বাবা পুনেন্দুলাল চাকমা, সুকেশ চাকমা (এস.এস.সি পরীক্ষার্থী) বাবা বাঘা চাকমা ও সমরবিজয় চাকমা (এস.এস.সি পরীক্ষার্থী) বাবা প্রতি কুমার চাকমা নিখোঁজ হয়। তাদের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। পাহাড়িরা বন্যা ও প্রশাসনের দুর্ব্যবহারের ভয়ে বাঘাইছড়ি থানায় কোন জি.ডি করতে পারেনি। এখন পর্যন্ত তাদের কোন সন্ধান মিলছে না। রূপনের মা ছেলের লাশ ফেরৎ চান। সরকারের কাছে তার দাবী এ ঘটনার অপরাধীদের শাস্তি দেওয়া, সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের প্রত্যাশা। ছেলের লাশ ফেরৎ না পেলেও যেন তার হাড়গোড় ফেরৎ পায়, যা দিয়ে ধর্মীয়ভাবে সৎকার করতে পারবে।

আইন ও সালিশ কেন্দ্ৰ
২৬/৩ পুনারা পল্টন লাইন
ঢাকা-১০০০

.

Draft Field Report
Ain O Salish Kendra
RDA Cell
6 July 1996

Incident Investigated Kidnapping of Kalpana Chakma

Date
on 12 June 1996
2 July—4 July 1996

Placc
Chittagong Hill Tracts (Rangamati District, Baghaichari Thana)

Team Members
ASK : Shaheen Akhter, Khaleda Khatun,
Nipa Rahim; Journalists: Morshed Ali Khan (Daily Star), Pricilla Raj ( Samaj Chetona ); Chakma Activists: Ravi Shankar Chakma. Ujjal Chakma, Kabita Chakma.

1. Overview :

1.1. Most of the authorities we talked to gave us little new information. They said the investigation was proceeding and that they would use their best efforts to find Kalpana. However, we did find out that the TNO took a separate, more detailed statement from Kalpana’s brother apart from FIR which was filed with police. We think Kalpana is alive, and some authorities may know where she is.

1.2. Relations between Chakma and Bengalis appear tense and strained. After the abduction, on 27 June 1996 after a Chakma call for a hartal, a riot broke out between Chakmas and Bengalis. One Chakma was shot and believed to be dead (case filed); three Chakmas are alllegedly missing (no case filed); and 2 Bengalis are allegedly missing (no case filed).

1.3. The Chakmas of the area appear to be afraid and very tense about the situation and future army actions. They appear to have little or no access to the local administration, which appeared to us to be biased towards the army and Bengali settlers.

2. Interview with Bijoy Ketan Chakma Local leader of PIC …?

2.1. Interview on 2 July 1996 at about 3:30pm-4:45pm at Bijoy’s home in the presence of team.

2.2. Said he saw Kalpana last in Sharwatuli on 7 June 1996. Relayed incident to us.

2.3. On 12 June 1996, he received a phone call from Shonchoy (?) informing him about the kidnapping. He said voting was stopped until 11am, then resumed. At 4pm, he called DC. Later saw SP, who implied that the Shantibahini had taken Kalpana.

2.4. On 15 June there was a march in Rangamati to protest the kidnap- ping. That same day, he went to Baghaichari and spoke to the TNO who told him that the SP went to New Lallyaghona to investigatge. 2.5. Said that Awami League and BNP did not like that fact that Kalpana was campaigning for PCP. First thought was that Kalpana was kid- napped to scare people into not voting for PCP. He thinks kidnap- ping linked to topmost levels of army.

2.6. On 18 June Gyano Bikash Chakma, high school headmaster, said a man named Sermenya of Bottola ghat told him that he saw a speed boat take two women to a camp and return with 3 women. He thinks Kalpana was being transferred from one camp to another. Children playing in the water also saw the speed boat.

2.7. Said DC told him that Chakmas were making up kidnapping story to get votes, and that others were saying it was a love affair gone wrong.

3.Interview of Deputy Commissioner (DC) of Rangamati Shah Alam

3.1. Interview conducted on 2 July 1996 from about 5:12pm-6:30pm in

DC’s office in presence of team and 2-3 other Chakmas.

3.2. The DC has been posted in Rangamati for the last two months.

3.3. Bijoy Ketan Chakma told him about the abduction of Kalpana Chakma on 12 June 1996. DC thought it was fishy because it hap- pened just before the election.

3.4. Kalpana’s older brother filed an FIR on 12 June 1996 at Baghaichari thana. The case number is 12/6/1996#2.

3.5. Said the police are completely responsible for the matter, and that the investigation is proceeding.

3.6. Read the FIR out to us. In the statement, there is no mention of Kalpana’s younger brother recognizing his captors or of the army.

3.7. Said that the election proceeded as normal on 12 June, and that the polls were never shut down.

3.8. Said that although he hasn’t talked to army officials, he knows that the kidnapping is being investigated by the police.

3.9. Said that rumor from “authentic agency” has it that Kalpana is in Rangamati.

3.10. Said that he has talked to the Prime Minister about the incident. 3.11. Mentioned other problems following kidnapping. On 27 June, a riot broke out between Bengalis and Chakmas following a Chakma call for a hartal to protest Kalpana’s abduction. Rupon Chakma, 16 years old, was shot and is now missing. 2 Bengalis are missing.

4.Interview of Superintendent of Police (SP) of Rangamati

4.1 Interview conducted on 2 July 1996 from about 7-8pm SP’s office in presence of team.

4.2. SP hostile from beginning of interview and appeared nervous and defensive.

4.3. When asked why the police took a statement from the older brother without the younger one’s presence, he said that it was the fault of the brothers. He said that they had enough time to talk to one an- other so could have proceeded in a more organized manner. He implied that Chakmas were disorganized and not bright.

4.4. Said that finding Kalpana is most important. They don’t want to handle the case against those who took her until she’s recovered. Said they “have to find Kalpana at any cost.” He said why wouldn’t they want to find Kalpana? It is in their interest to find her, and they would receive much recognition and credit.

4.5. Said that TNO wrote out the FIR.

4.6. When asked about the 27 June incident, he told us to read the FIR, that he couldn’t tell us anymore.

4.7. He did not appear to believe that the army kidnapped Kalpana; seemed to think it was a set up to gain sympathy for PCP. 4.8. When asked why army was not mentioned in FIR or why younger brother, who could ID captors, was not asked to give a statement, he replied that once one FIR is done, they can’t do another accord- ing to criminal procedure. He said statement taken as told by older brother.

4.9. Said spoke to Brigade Commander who gave police permission to inquire and search at all camps. He said he went to some camps, but would not disclose anything more. Said that Chakmas came to him and told him Kalpana was at a camp, but since they could not disclose the exact name of the camp, he did not do anything more. He said that if they could tell him exactly which camp she was in, he would raid the camp.

4.10. He said the thing they need most is information. Police are wait- ing for information to come to them. He is 100% sure that she will be recovered, and believes she is still alive.

4.11. Said ammunition pouch recovered and now with the police. 4.12. After being questioned about the delay and lack of progress, SP became visibly upset and said that no one knows if the army even kidnapped Kalpana; he said others may be responsible.

4.13. Said there are 180 army posts in Rangamati.

5. Interveiew with Major Commander, Rangamati

5. Interview conducted on 2 July 1996 at about 9.00-9.45pm in his office. Only Bengali members of the team were present.

5.2. We asked to speak to the Brigade Commander. After a 20 minute wait, we were told that he was unavailable and that we could speak to the Major Commander. We believe he was the 2nd in charge of the post.

5.3. Said that he could not tell us anything, that we would have to make a request to the ISPR which handles all requests for informa- tion.

5.4 Said that “I’ve never seen Kalpana, and Kalpana will remain a dream,” implying the case may be false.

5.5 Said that Kalpana Chakma was campaigning for the Awami League, insinuating that non-army, anti—Awami League people were responsible for the kidnapping.

5.6 Said that Chakmas came to army for money, that army was distrib- uting over 10 lakh to them (through the Pacification Program), but when trouble comes, they go running to the police without telling the army first. Appeared bitter and anti-Chakma.

5.7 Said rumor is that this is all a “prem” matter.

6. Interview with villagers of New Lallyaghona, Baghaichari

6.1 Interview conducted 3 July 1996 at about 4:00-5:30pm in front of Kalpana’s house. Spoke to older brother (Kalindi Kumar Chakma), his wife, and mother (Badhoni Chakma). Neither of the women spoke Bangla, so their interview was translated by Ravi Shankar. Also spoke to Kalpana’s friends and neighbours.

6.2 Mother relayed basically same story as brothers, except that she said 4-5 men were outside. They spoke Bangla and gheraoed the house.

6.3 Villagers told us that on 19 march 1996, 7 Chakma houses were burned and villagers were abused by the Bengal Regiment. In mid- April, Lt. Ferdous and 15-20 came to the village. They said to Kalpana and her brothers, “you are doing all these activities for the movement, do you really think you will succeed?” When Bodichotto Chakma a PCP member, asked Ferdous about the 19th March incident, Ferdous replied that it wasn’t the army, it was the Bengali settlers.

6.4 In 1993-1994, villagers said they were terrorized by the army. Subedar (non-commissioned officer highest post) Md. Shah Jahan attempted to rape 2 Chakma women, Sunita and Kajala Chakma, the dauther and dauther in law respectively of Kripa Mohon Chakma. The women complained to the General Commander of 46 Bengal Regiment Marishya Zone, but no action was taken.

6.5 Older brother then joined the group and ralayed same story. Said first went to Union Parishad Chairman Diptiman Chakma, then to TNO who wrote a statement. OC and SP both came to village.

7. Interview with people of Babupara, Baghaichari re:Rupon

7.1 Interview conducted on 3 July 1996 from about 6:15-8:00pm in presence of team.

7.2 Villagers told us that after the kidnapping, the PCP others planned a hartal for 27 June to protest police action. The Bengalis did not want to honour the hartal. A riot broke out among Chakmas and Bengalis, 200 yards from a BDR post. The police did not take any action to quell the disturbance. A sixteen year old boy named Rupon Chakma was shot by a Bengali using a police gun. Chakmas be- lieve him to be dead.

8. Incident on the way to Thana

8.1 3 July 1996 at approximately 8:15pm, from Babupara to Bhaghaichari thana.

8.2 The team proceeded by boat to the thana as the road was flooded and broken at one point. We lighted a hurricane lamp and several torches so that people on the other side of the river would know we were coming; we had also earlier informed the DC and SP. 8.3 When we were about 1/4 mile from shore, several torches were aimed at our boat and people were shouting at us. We stopped the boat and anchored on the edge of the broken road. We identified ourselves. There was a lot of shouting back and forth.

8.4 They asked if there were any Chakma with us. They said Chakmas would not be allowed to land. We would only be allowed to take the boat driver and his assistant. The Chakma team members got out of the boat and walked back to Babupara and the rest of us proceeded.

9. Interview with Chairman of Baghaichari Thana

9.1 Interview conducted on 3 July 1996 from about 8:45-9:15pm in thana in presence of Bengali team members and the SP.

9.2 Said that Chakmas are trying to make the kidnapping into a com- munal matter. He said a committee of five Chakma and Five Bengalis are trying to promote peace in the Hill Tracts, but this incident is being used to create communal sentiment.

9.3 Said that it is very unsafe and difficult to go into the Chakma villages.

10. Interview with officer in charge of Baghaichari Thana

10.1 Interview concucted on 3 July at about 9:15-9:45pm in presence of team and chairman.

10.2 Said the investigation was proceeding normally, and that they had no leads. He said it was a “clueless” case and that therefore the investigation would be protracted.

10.3 When we asked him for a copy of the FIR, he said he coundn’t give us one, but we could get a copy in Rangamati.

11. Interview with TNO of Baghaichari Thana

11.1 Interview conducted on 3 July at about 10-10:30pm in presence of team and another officer of TNO at TNO’s home.

11.2 TNO said he did not write the FIR. Rather, he said that he hand- wrote a statement on blank white paper for his own records. He then told Kalpana’s older brother to go to the police. The TNO’s notes are with him. He would not agree to let us copy it, but we did read it. It was far more thorough and specific (eg how many men came, what time, name of Lt. Ferdous) than the FIR. We advised him to keep it in a safe place. He said he would produce it if or- dered by the court.

12. Interview with People of Jhograbil, Rupkari, Baghaichari

12.1 Interview conducted on 4 July 1996 at about 12:30pm at medical center of village.

12.2 This is the home village of Rupon Chakma who was allegedly shot and killed by Bengali settlers on 27 June. Another 3 men are missing from the village. The village is also the headquarters for the Hill Women’s Fedaration, and Jita the President.

12.3 June incident: Rupon’s father (Hirongo Chakma) and mother (Indromukhi Chakma) told us about the incident. Rupon’s body has not been found.

12.4 Three people from this village are missing: Monotosh Chakma, intermediate student (father’s name Purnendulal Chakma); Sukesh Chakma, SSC student (father’s name Bagha Chakma); Shomor Bijoy Chakma, SSC student (father’s name Protikumar Chakma) No FIR has been filed cause of the flood and that they are afraid. 12.5 Villagers gave us photos of Kalpana and Rupon. They are with Morshed bhai.

12.6 Men told us that they have stopped going their jobs in Rangamati out of fear.

12.7 At the end of the interview, Rupon’s mother begged us to find her son’s body, and if nothing else, recover his bones so he could rest in peace. The entire village was in tears. It was clear that they were all very afraid of what the army may do next.

13. Recommended Follow-up

13.1 Hill Women’s Federation has planned a March for Tuesday 9 July at 5 p.m. ASK should get the word out to our network and attend in as large numbers as possible.

13.2 Nasim bhai and other senior panel lawyers should be contacted to see if it’s possible to file a writ petition before the high court. 13.3 ASK should consult with Hill Women’s Federation and others ASAP. A meeting is tentatively scheduled for 3pm on Monday at the ASK office.

13.4 A memorandum should be prepared and a meeting with the Home Minister arranged with other organizations.

13.5 Another international appeal should be sent to update the situation in the CHT. A national appeal should also be sent.

13.6 Follow-up on disappearance of 3 men from Rupon’s village, esp. filing FIR.

13.7 Another team should go to CHT in a few weeks time.

13.8 Training re: how to file a FIR, GD etc. should be conducted in CHT for indigenous peoples.

.

Amnesty International
URGENT ACTION

UA 162/96
1 July 1996

Fear for safety / Unacknowledged detention

Bangladesh Kalpana Chakma (f), Aged 23, indigenous rights activist

There are growing fears for the sefety of Kalpana Chakma who is re- ported to have been forcibly detained by security personnel from her home in the Chittagong Hill Tracts (CHT) of Bangladesh on 12 June 1996 and whose wherebouts remain unknown.

Six or seven security personnel in plainclothes, believed to be from ugalchhari army camp, are sported to have entered the home of Kalpana Chakma in New Lallyaghona village, Rangamati District in the early hours of 12 June. Kalpana Chakma and two of her brothers were forc- ibly taken from their home, blindfolded and with their hands tied. At some distance from the house the brothers managed to escape despite being shot at by the security personnel.

The Commissioner of Rangamati was informed about Kalpana Chakma’s abduction and her case was registered at Baghaichari police station. To date, no information has been received as to her where abouts.

Kalpana Chakma is the organizing secretary of the Hill Women’s Federation, an organization that campaigns for the rights of indigenous people in the CHT. It has been suggested that her abduction may have been linked to her support of a candidate representing the interests of indigenous people in the parliamentary elections that took place in Bangladesh on June 12.

Background Information

The Chittagong Hill Tracts, a remote area in southeastern Bangladesh, has long been the site of opposition to the authorities by the indig- enous tribal inhabitants. Tribal Groups, mostly Buddhist Chakmas, have demanded autonomy for the region and a halt to the settlement of Bengalis from other areas of Bangladesh. Amnesty International has continued to express concern about reports of human rights violatons against the tribal inhabitants of the Chittagong Hill Tracts by the secu- rity forces of Bangladesh.

Foreign observers monitoring the recent parliamentary elections in Bangladesh noted reports of intimidation of voters belonging to mi- nority groups. Several of them reported witnessing intimidation of mi- nority Hindu Voters, specially women, in constituencies of Chittagong District. They also reported hearing of similar incidents taking place elsewhere.

Recommended Action:

please send telegrams/telexes/express/airmail letters in English or Bengali or your own language:

Expressing concern at the abduction of Kalpana Chakma by a group of soldiers on 12 June;

Calling on the authorities to reveal the whereabouts of Kalpana Chakma as a matter of urgency.

Seeking assurances that whilst she is in detention she will not be subjected to torture or ill-treatment;

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *