ঐ পাহাড়ে জুলুম চলে – রবীন আহসান
ঐ পাহাড়ে জুলুম চলে
এই কথা আর গল্প না
পাইনা খুঁজে কোথায় আছে
পাহাড়ী বোন কল্পনা।
যে স্বাধীকার চাইতে গিয়ে
কল্পনারা হারায়
জুলুম এবং নির্যাতনেও
মাথা তুলে দাঁড়ায়
সেই পাহাড়ী জনগণের
বন্ধু আমি ভাই
কল্পনা বোন হারালো কই
রাষ্ট্র জবাব চাই!