এপ্রিল
শুভ্রকেশ ঢেউ ছেড়ে, সমুদ্রের আলিঙ্গন ছিঁড়ে
এপ্রিল তো চলে গেল হাস্যলঘু নেয়াড্ আমার
চলে গেল চপল হাওয়ায়
রেখে গেল খর রৌদ্রালোক।
শূন্য হল তীর
রৌদ্রালোকে তীর হল শুষ্ক মরুভূমি।
বালুকণা ধরে রৌদ্রে
তরল মদের স্বচ্ছ রঙ।
চলে গেল স্নানস্বচ্ছ লঘুদেহ এলোচুলে
এপ্রিল আমার।
১৯৩৩