আলোক ছড়াও
শীতের উন্মুক্ত রৌদ্র কালো তার কেশে
হ্রস্ব বন্ধহীন কেশে অন্ধকার কুঞ্চনে কুঞ্চনে,
হীরার ঝরনা
ছড়িয়েছে যেন শত উৎসুক আঙুল
পাহাড়ের ছায়াচ্ছন্ন কৃষ্ণ বক্রিমায়।
ঢালো রৌদ্র,
আলোক ছড়াও
কৃষ্ণ কেশে, সুকুমার শুভ্র ললাটেও,
আর তার উত্তোলিত বাহুতে নিটোল।
আলোক-সোনাটা আমাকে করেছে বিচলিত, মূক—
দুজনে দাঁড়িয়ে বারান্দায়।
১৯৩১