“অর্ধেক কল্পনা”
যেদিন জাগেনি বিশ্বে প্রাণস্পন্দে আদিম উৎসব,
অন্তহীন ঘননীল আকাশের ছিল নাকো নীল,
যেদিন হয়তো ছিল বিশ্ব শুধু সমুদ্রসলিল,
বায়ুহীন তমিস্রায় দিন-রাত্রি হয়নি উদ্ভব,
যেদিন জাল সদ্য অঙ্কুরিত কামনার স্তব,
যেদিন প্রথম এল ভবিষ্য ও অস্তিত্বের মিল,
সেদিন তোমারই স্বপ্ন দেখেনি কি গর্ভস্থ নিখিল?
পুরুষের সৃষ্টিস্বপ্নে ছিল নাকি তোমারই বৈভব?
তোমার দর্পণে আমি দেখেছি তো খণ্ডিত পুরুষ,
তোমাকে তর্পণে দেখি পুরুষের কম্পিত হৃদয়,
যে হৃদয়ে কেঁপেছিল আদি স্বপ্নে সৃষ্টির বিস্ময়।
তোমার দেহের দূর রহস্যের-বদ্ধ মোহদ্বার
আমিই করিনি রুদ্ধ ভেদমুগ্ধ কম্পিত পুরুষ?
১৯২৯