অর্ধনারীশ্বর
সম্মুখে দুঃস্বপ্নরুক্ষ অসিধার কঠিন আকাশ,
পদতলে স্টিলনীল পারহীন গভীর সাগর,
দোলরাত্রি নহে, নহে কোজাগরী যামিনী জাগর,
খরসূর্য চক্ষে মোর, রসহীন শাণিত বাতাস।
পেশীরূঢ় বাহু দিয়া ভেদি চলি পর্বতশিখর।
কৃষ্ণ পর্বতের স্থূল অঙ্গে নাই সবুজের বাস,
উলঙ্গ পর্বতে কভু উর্বশীর পড়ে নাই শ্বাস।
চলিয়াছি পূজিবারে মন্দিরের অর্ধনারীশ্বর।
উঠিলাম ক্লান্তদেহ শ্রান্তমনে সর্বোচ্চ শিখর
কোথায় মন্দির হায় বর্ণহীন মরুভূ আকাশ!
আর শুধু তৃণশ্যাম সূচি-অগ্র কোমল প্রান্তর!
আর শুধু বহুদূরে অন্তহীন উদার সাগর!—
অকস্মাৎ হেরিলাম মূর্তি তার ক্লান্ত গতভাষ।
ভাষাহীন দোঁহে মোরা পুজিলাম অর্ধনারীশ্বর।
১৯৩০