অভীপ্সা
এ আকাশ মুছে দাও আজ,
অন্ধকারে রাত্রি লেপে দাও,
জ্যোৎস্না ডুবিয়ে দাও অনিদ্রার ঘনকালিমায়।
দুই চোখ ঢেকে দাও, বাতাসের ব্যূহ ভেদ করে
রাত্রির ঘোমটা-ঘেরা সমুদ্রের পদক্ষেপধ্বনি
ঢেকে এসো দ্রুতপদে
রুদ্ধ করে নিঃশ্বাস আমার
শব্দহীন চরণসঞ্চারে।
স্থিরতা–নিঃশব্দ অন্ধকারে
অনিদ্রার শূন্যে হোক নিরালম্ব আমাদের
মুখোমুখি দেখা।
পৃথিবীকে চূর্ণ চূর্ণ করে
আকাশে ছড়িয়ে এসো অন্ধকারে হৃদয়ে আমার।
১৯৩১