1 of 2

ভূমিহীন কৃষকের গান

দুই ইঞ্চি জায়গা হবে?
বহুদিন চাষাবাদ করিনা সুখের।

মাত্র ইঞ্চি দুই জমি চাই
এর বেশী কখনো চাবো না,
যুক্তিসঙ্গত এই জৈবনিক দাবি খুব বিজ্ঞানসম্মত
তবু ওটুকু পাবো না
এমন কী অপরাধ কখন করেছি!

ততোটা উর্বর আর সুমসৃণ না হলেও ক্ষতি নেই
ক্ষোভ নেই লাবন্যের পুষ্টিহীনতায়,
যাবতীয় সার ও সোহাগ দিয়ে
একনিষ্ঠ পরিচর্যা দিয়ে
যোগ্য করে নেবো তাকে কর্মিষ্ঠ কৃষকের মত।

একদিন দিন চলে যাবে মৌসুম ফুরাবে,
জরা আর খরায় পীড়িত খাঁ খাঁ
অকর্ষিত ওলো জমি
কেঁদে-কেটে কৃষক পাবে না।

১২.১১.৮১

3 Comments
Collapse Comments
দেবব্রত দত্ত January 15, 2009 at 3:16 pm

দ্বিতীয় পদে ‘চাষাবাদ’ হবে কি ?

admin (Administrator) January 19, 2009 at 12:24 pm

ধন্যবাদ দেবব্রত, আপনি ঠিকই ধরেছেন। ভুলটি ঠিক করে দেয়া হলো।

helel vi apni,2 inchi jaiga bolta ki bujhiachan?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *